অঞ্জন কুমার বৈদ্য
পরিবারের কল্যাণ কামনায় আমরা সকলেই ভগবানের পুজো দিয়ে থাকি। কেউ মা কালীর পুজো দেন, তো কেউ শিবের। কিন্তু পুজো দেওয়ার সময় বেশিরভাগই খেয়াল রাখেন না যে তারা যে ভগবানের পুজো দিতে চলেছেন তার পছন্দের ফুল পরিবেশন করছেন কিনা? আসলে অনেকেরই এই বিষয়ে কোনো ধরণা নেই যে কোন দেবতার কোন ফুল পছন্দ। তাই তো হাতের কাছে যা পান, তা দিয়েই পুজো শুরু করে দেন। যদিও এমনটা করা একেবারেই উচিত নয়! একাধিক প্রাচীন পুঁথিতে উল্লেখ রয়েছে, আমাদের মতোই দেবতাদেরও পছন্দের খাবার, দিন, কালার এবং ফুল রয়েছে। সেই মতো তাদের পুজো করার রেওয়াজও চালু রয়েছে। কিন্তু আমাদের অনেকেরই সে সম্পর্কে জ্ঞান নেই। সেই কারণেই তো আজ এই প্রবন্ধে হিন্দু দেবতাদের পছন্দের ফুল সম্পর্কে আলোচনা করা হলো-
ভগবান বিষ্ণু: ত্রিভুবনের লালন পালনের দায়িত্ব যার কাঁধে, সেই ভগবান বিষ্ণুর পছন্দের রঙ হলো সাদা। তবে যে কোনো উজ্জ্বল রঙের ফুল এবং তুলতি পাতাও তার খুব পছন্দের। তাই তো ভগবান বিষ্ণুর পুজো দেওয়ার সময় সাদা ফুল এবং তুলসি পাতা পরিবেশন করতে ভুলবেন না।
ভগবান শিব: দেবাদিদেব নিজের ছন্দে থাকতেই বেশি পছন্দ করেন। স্বার্গ রাজেয়র সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। বরং দুর্গম পাহাড়, নয়তো ঘন জঙ্গলে ঘুরে বেরাতেই তিনি বেশি পছন্দ করেন। সেই কারণেই তো সর্বশক্তিমানের পুজো দেওয়ার সময় আকন্দ অথবা বা ঐ জাতীয় কোনো জঙ্গুলে ফুল পরিবেশন করা হয়ে থাকে।
মা কালি : দুষ্টের বিনাশ করে শান্তি প্রতিষ্টার লক্ষ্যে মা লড়াই করে যাচ্ছেন। তাই তো তিনি মু- মালা শোভিত। তার খড়গ থেকে বইছে রক্ত। তার মু- মলা থেকে গড়িয়ে পরছে অসুরদের রক্ত বিন্দু। এমন সর্বশক্তিমানের পুজো তো তাই রক্ত রঙা জবার মালা দিয়ে করা হয়ে থাকে। তাছাড়া লাল রং যে মায়ের খুব পছন্দের।
মা লক্ষ্মী : পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসার জন্য মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। কিন্তু আপনাদের কি জানা আছে কী রঙের ফুল মায়ের খুব পছন্দের? দুর্গা তনয়ার সবথকে পছন্দের ফুল হল পদ্ম। তাই তো মা লক্ষ্মী পুজো দেওয়ার সময় পদ্ম ফুল পরিবেশন করতে ভুলবেন না। প্রসঙ্গত, পদ্ম ফুলের পাশাপাশি লাল রঙও মা লক্ষ্মী খুব পছন্দ করেন। তাই পদ্ম ফুল না পেলে তাকে গোলাপ ফুল বা যে কোনো লাল রঙের ফুল দিয়েও পুজো করতে পারেন। এক্ষেত্রে আরেকটি জিনিস জেনে রাখা ভাল যে, মা যেহেতু সমৃদ্ধির প্রতীক তাই তাকে ভুলেও সাদা রঙের ফুল পরিবেশন করবেন না যেন।