পোরশায় কারিতাসের শীতবস্ত্র বিতরণ
খ্রিস্টীয় দর্পণ ডেস্ক : নওগাঁর পোরশায় কারিতাসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার কুশারপাড়ায় কারিতাস রাজশাহী অঞ্চলের পোরশা উপজেলা ইউনিট অফিসে সংস্থার মাঠ কর্মকর্তা তোজাম্মেল হকের সভাপতিত্বে কম্বল বিতরনী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাওড় ইউপি আওয়ামী লাগের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাওড় ইউপির প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম, সমাজ সেবক আলহাজ্ব সুলতান আহম্মেদ, আদিবাসী নেতা ভদলু লাকড়া ও কর্নেলিউস হাসদা, সংস্থার আইসিডিপি প্রকল্পের পোরশা ও সাপাহার শাখার মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় ১৬২জন শীতার্তদের মাঝে শাড়ী, কম্বল ও বেবিসেট বিতরণ করা হয়। সূত্র: জি নিউজ বিডি