আত্মা তোমাকে কীভাবে সাহায্য করে
খ্রিস্টীয় দর্পণ ডেস্ক : ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। এই পৃথিবী ছেড়ে যাবার দু‘হাজার বছর পরে এখন আমরা যারা বেঁচে আছি তাদের পবিত্র আত্মা কি করছেন?
তুমি যদি একটা ভুল করে বস, তবে পবিত্র আত্মা তোমাকে পরিত্যাগ করেন না, কিন্তু অতি সদয় ভাবে তোমাকে স্মরণ করিয়ে দেন যে, তুমি পাপ করেছ এবং ঈশ্বরের কাছে তোমার ক্ষমা চাওয়া আবশ্যক। যদিও বা আমাদের পাপ সকল তাকে পীড়া দেয়, তথাপি তিনি আমাদের কাছেই থাকেন, আমাদের হৃদয়ে চেতনা দান করেন এই ভাবে যে পাপ অতীব ভয়াবহ বিষয়। তিনিই আমাদের বিবেক। তিনি তোমার অন্তরস্থিত কোমল এবং প্রেমসুলভ অনুভূতিকে প্রেরণা দান করেন। যখন তুমি ক্লাশের একজন ছাত্রের প্রতি সহানুভূতি প্রদর্শন কর, যার খুব কঠিন সময় গিয়েছে, তখন বুঝবে, পবিত্র আত্মা তোমার মধ্যে কাজ করছেন। তুমি যখন তোমার শিক্ষক, তোমার মাতা, অথবা অভাবগ্রস্ত প্রতিবাসীকে সাহায্য করে সুখানুভব কর, তখনই তুমি নিশ্চিত হতে পার যে, পবিত্র আত্মা তোমার মধ্যে বিরাজ করছেন।
তোমার জীবনে এমন কোন সমস্যা নেই যার উপর তুমি আত্মার সাহায্যে বিজয়ী হতে পার না। যেমন তোমার পরিবারের লোকেরা বদ মেজাজী। সুতরাং তুমিও একটা বদ মেজাজ গড়ে তুলেছ এবং যা তোমাকে এবং অন্যদের লজ্জিত করে তোলে। তুমি পবিত্র আত্মার সাহায্য লাভের প্রার্থনা দ্বারা সমস্যার উপর বিজয় লাভ করতে পার। তিনি পারেন এবং তোমার নিকট হতে তা অপসারণ করবেন ও। এটি তাঁর একটি প্রতিজ্ঞা। অথবা এমন হতে পারে তুমি একটি মন্দ অভ্যাস গঠন করেছ চুরি করা। একটা বড় শক্ত অভ্যাসই বটে। এবং এ অভ্যাসটি তোমার চারিদিকে জাল বুনে রেখেছে। এ থেকে নিস্তার পাবার তোমার উপায় রয়েছে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে, এ ধরণের পাপের উপর বিজয় লাভ পবিত্র আত্মা আমাদের সাহায্য করবেন। কোন কোন লোক পবিত্র আত্মার প্রতি কোন মনোযোগ প্রদান করে না। দিনের পর দিন তিনি তাদের অন্তঃকরনে কথা বলেন, অতীব সদয় ভাবে তাদের পাপ সকল স্মরণ করিয়ে দেন এবং তাদেরকে প্রেমিক খ্রিস্টান রুপে গড়ে তোলার চেষ্টা করেন। ঐ ব্যক্তি যদি পবিত্র আত্মার এই প্রচেষ্টা তুচ্ছ জ্ঞান করে তবে, তিনি দুঃখিত হন। তিনি তখনো ঐ লোকদের অনুরোধ করেন এবং তাদের জন্য কাজ করার চেষ্ট করেন কিন্তু অবশেষে, তারা যখন দৃঢ়তার সঙ্গে অনিহা প্রদর্শন করে তখন তিনি দুঃখিত হয়ে তাদের অন্ধকারের মধ্যে ফেলে চলে যান।
আর একে আমরা বলব ক্ষমার অযোগ্যা বা অমার্জনীয় পাপ। এ পাপের ক্ষমা হয় না, কারণ এ ব্যক্তি ক্ষমা চাওয়া এবং ক্ষমা লাভের কোন প্রয়োজন আছে বলে মনে করেনা । প্রকৃতপক্ষে খুব অল্প লোকেই এভাবে পবিত্র আত্মা থেকে দুরে চলে যায়। যে পর্যন্ত আমরা পবিত্র আত্মার আশীর্বাদ লাভের জন্য আমাদের হৃদয় দুয়ার উন্মক্ত এবং প্রস্তুত রাখি সে পর্যন্ত তিনি আমাদের সাহায্যের নিমিত্ত সতত আমাদের মধ্যে উপস্থিত থাকেন। সূত্র : ক্রাইষ্টবিডি