পানজোরাতে সাধু আন্তনীর তীর্থ
আগামী ২ ফেব্রুয়ারী গাজীপুরের কালিগঞ্জের পানজোরাতে পাদুয়ার সাধু আন্তনীর তীর্থ উৎসব মহাসমারোহে পালন করা হবে। প্রসঙ্গত, আন্তনী ভক্তরা, তাঁর মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে অনেক ফল পান। তাই প্রতি বছর ৫০ হাজারের বেশি খ্রিস্টভক্ত পানজোরাতে তীর্থে হাজির হন মানত করতে।
নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ জানান, তীর্থ উৎসবে পর্বকর্তাদের শুভেচ্ছা দান ধরা হয়েছে এক হাজার টাকা। পর্বকর্তাদের শুভেচ্ছা দান সরাসরি নাগরী ধর্মপল্লীতে দেওয়া যাবে। পর্বের দিন যোগাযোগের ভিত্তিতে ৫০ টাকা রেজিষ্ট্রেশনের মধ্য দিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা যাবে। ২৪ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারী পর্যন্ত পর্বের নভেনার খ্রিস্টযাগ হবে সকাল ৬.৩০ মিনিটে এবং বিকাল ৩.৪৫ মিনিটে। ২ ফেব্রুয়ারী পর্বীয় খ্রিস্টযাগ হবে সকাল ৭.০০টায় এবং সকাল ১০.০০টায়। যোগাযোগ: ০১৭২৬৩১১১৯৯
সূত্র : বিডি খ্রিস্টান নিউজ