• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

খ্রিস্টীয় দর্পণ

শীতবস্ত্র বিতরণে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন

প্রকাশের সময় : January 28, 2018, 12:00 am

আপডেট সময় : January 27, 2018 at 10:10 pm

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের বিরুলিয়া ইউনিয়ন, সাভার ইউনিয়ন এবং সাভার পৌরসভা শাখার উদ্যোগে শনিবার সাভারের ধরেন্ডা পুরাতন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ, যাদের বিশেষভাবে প্রয়োজন তাদের মধ্যে এ কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সহকারী পালপুরোহিত ফাদার জনি হিউবার্ট গমেজ, এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, বিরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক বিলাস বি’ গমেজ, পৌরসভা শাখার সভাপতি ও ধরেন্ডা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, সাভার ওয়াইএমসিএ-এর সভাপতি ও বিরুলিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি তপন টমাস রোজারিও, ধরেন্ডা প্যারিশ কাউন্সিলের সেক্রেটারী ও সাভার ইউনিয়ন শাখার সহ-সভাপতি প্রতাপ আগষ্টিন গমেজ, ধরেন্ডা প্যারিশ কাউন্সিলের সহ-সভাপতি নিয়তি ডি’ রোজারিও, সাভার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আলপনা রোজারিও।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীটি সমন্বয় করেন সাভার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক প্রভাত ডি’রোজারিও, যুগ্ম-সাধারণ সম্পাদক শিপু পি. কস্তা, সাভার পৌরসভা শাখার সাধারণ সম্পাদক শেখর পিউরিফিকেশন, বিরুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বাবুল রোজারিও, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিন্টাস রক রোজারিও ও সাভার ইউনিয়ন শাখার জন চন্দন মন্ডল।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব যোসেফ ডি’সরকার, মিরপুর থানা শাখার সাধারণ সম্পাদক এন্ড্রু সিকদার, সাভার ওয়াইএমসিএ-এর সহ-সভাপতি ডা. মার্শেল পেরেরা, এসোসিয়েশনের প্রবাসী যুব নেতা গাব্রিয়েল রতœ (মিঠু)। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সাভারের তিনটি শাখার কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ। শতাধিক মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

যৌথসভা: শীতবস্ত্র বিতরণ শেষে সাভারের তিনটি শাখা, প্যারিশ কউন্সিল ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে একটি যৌথসভা সাভার ইউনিয়ন শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যৌথ সভায় সাভারের সার্বিক পরিস্থিতি- বিশেষভাবে প্যারিশের অন্তর্গত রাস্তাসমূহের নামকরণ ও নামফলক স্থাপন, পরিবেশ দূষণ ও অপরিকল্পিত নগরয়ান, মাদক দ্রব্যের ব্যহারের ভয়াবহতা, সার্বিক শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও আলোচনায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের ৫০ বৎসর পূর্তির সুবর্ণ জয়ন্তীর বিষয়টিও স্থান পায় এবং এ ব্যাপারে বৃহত্তর ঢাকার শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এই সমাবেশে সম্পৃক্ত করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)