সিলেটে প্রথম সেমিনারীর যাত্রা শুরু
১২ জানুয়ারী, শুক্রবার সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশে প্রথমবারের মত প্রতিষ্ঠা করা হয়েছে সেন্ট জন মাইনর সেমিনারী। এখানে ২২জন সেমিনারীয়ান রয়েছেন।
ভাটিকানের রাষ্টদূত আর্চবিশপ জর্জ কোচেরি এবং স্থানীয় বিশপ বিজয় ডি’ক্রুজ, ওএমআই গতকাল মৌলভীবাজারের গিয়াজনগরে সেমিনারী গৃহটির উদ্বোধন করেছেন। এই সময় ২২জন ফাদার, ৩০জন সিস্টার সহ প্রায় সাড়ে পাঁচ শত খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। সেমিনারীটির নির্মাণে অর্থায়ন করেছে দক্ষিণ কোরিয়ার একটি ক্যাথলিক ধর্মপ্রদেশ, ভাটিকান এবং স্থানীয় মন্ডলীর সদস্যরা। এর আগে সিলেট ধর্মপ্রদেশ থেকে ফাদার হওয়ার জন্য ক্যাথলিক যুবকরা ঢাকার বান্দুরা মাইনর সেমিনারীতে যোগদান করতেন। এখন তাদের আর ঢাকায় যেতে হবে না। সিলেটেই তারা সেমিনারীর গঠন নিতে পারবেন। এখানে ভবিষ্যতে ৬০জন সেমিনারীয়ান গঠন নিতে পারবেন। সেমিনারীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশপ বিজয় ডি’ক্রুজ বলেন, ‘সেমিনারী হচ্ছে একটি ধর্মপ্রদেশের হৃদয়। এখানে ভাবি যাজকগণ গঠন ও প্রশিক্ষণ পায়। আমরা আশা করি ভাবি পুরোহিত তৈরিতে নব নির্মিত সেমিনারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আমরা অনেক বেশি পুরোহিত পাবো’। সেমিনারীর রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ফাদার লরেন্স টপ্প্য। তিনি জানান, প্রতি বছর কমপক্ষে ১৫জন ছেলে নবম শ্রেণী হতে এই সেমিনারীতে ভর্তি হতে পারবে।
সূত্র : বিডি খ্রিস্টান নিউজ