কবি হিসেবে কাওসার মাহমুদ কত বড়, তার চেয়ে গুরুত্বপূর্ণ সে তার বিশিষ্টতায় সমুজ্জ্বল। সমসাময়িক কবিদের সঙ্গে তাঁর তুলনা করা ঠিক হবে না, কারণ অন্যেরা যেখানে শুধুই কবি, সে সেখানে তার ¯্রষ্টার চোখেও মহত্তর এক ব্যক্তি। সে একজন আলেম। তার কবিতা আপনার নিভৃত ব্যক্তিসত্তাকেও নিবিড়ভাবে স্পর্শ করবে, আপনাকে ভাবাবে ও দোলাবে। তার দারিদ্র্য, প্রেম ও প্রকৃতি ভাবনার কবিতাগুলো সূক্ষ্ম নিবিড়তায় ছুঁয়ে যাবে আপনার ব্যক্তিমন ও মনন। কাওসার একজন সৃজনশীল কবি। নতুন পথের সন্ধানদাতা, নতুন স্বাদ ও রুচির ¯্রষ্টা। শুধু গণ-আবেগ আর গণমুক্তির কবি সে নয়। প্রেম-ভালোবাসা ও প্রকৃতির পাশাপাশি তার কবিতায় সমাজের নিচুতলায় খেটে-খাওয়ার মানুষের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতির ছবি ফুটে উঠবে। অমর একুশে গ্রন্থমেলায় কবির প্রথম কাব্যগ্রন্থ “একফোঁটা রোদ একফোঁটা জল”। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী।