চিত্রশিল্পী শাকীর এহসানুল্লাহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘টাওয়েলের কিনারে কাজল’। প্রকাশনা প্রতিষ্ঠান ‘ফেস্টুন’ প্রকাশ করেছে বইটি। বইমেলার লিটলম্যাগ চত্বরে ফেস্টুনের স্টলে পাওয়া যাবে বইটি, দাম রাখা হয়েছে ২০০ টাকা মাত্র। প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ। লেখক বইটি উৎসর্গ করেছেন শ্রদ্ধেয় বড় ভাই প্রয়াত শরীফ আবদুল্লাহ’কে।
শাকীর এহসানুল্লাহ মূলত চিত্রশিল্পী। কর্মরত আছেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ এর সহ-সম্পাদক হিসেবে। সাংবাদিকতার আড়ালেও তিনি একজন আলেম। তবে তরুণ এই চিত্রশিল্পী ছবি আঁকা ও সাংবাদিকতার পাশাপাশি কবিতাও লিখে আসছেন নিয়মিত। কবিতার বই প্রসঙ্গে জানতে চাইলে শাকীরের কণ্ঠে বিনয়ী সুর, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে নিজের মতো করে একত্র করা কিছু শব্দ। দেখতে বা পড়তে কোনোটা কিঞ্চিত কবিতার মতো, কোনোটা বা ছড়ার মতো, আবার কোনোটা কিছুর মতোই হয়নি। এমন ব্যাকরণহীন অজ্ঞতা ভরা আমার বেশ কিছু লেখাকে এক মলাটে নিয়ে এসেছে প্রকাশনা প্রতিষ্ঠান ফেস্টুন। সেই মলাটবন্দিটার নামই ‘টাওয়েলের কিনারে কাজল’।’