সাব্বির জাদিদের উপন্যাসগ্রন্থ ‘পাপ’। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষনবোধ, ক্ষুধা, বেঁচে থাকার লড়াই, অপরাধ করার প্রবণতা এবং শেষে ধর্মযুদ্ধ বইটির মূল ভাষ্য। পাঠককে ঘটনাস্থলে পৌঁছে দেবার মতো প্রচ- ক্ষমতা রাখেন এই লেখক। পাপ হচ্ছে আপেক্ষিক বিষয়। সময় ও পরিস্থিতি বলে দেয় কোনটা পাপ আর কোনটা পূন্য। মনের ভেতর পাপ দানা বাঁধলে তার প্রায়শ্চিত্তও করতে হয়? পাপ আছে আর প্রায়শ্চিত্ত নেই, এটা হতেই পারে না। মানুষের পূন্য থাকবে, পাপ থাকবে সাথে প্রায়শ্চিত্ত থাকবে তবেই তারা মানুষ। আর যাদের পাপ থাকে না তারা ফেরেশতা। আপনি এই পাপ কুড়িয়ে পাপীর খাতায় নাম লিখতে পারেন। পারেন ফেরেশতাতুল্য জীবন গড়তেও। বইটি পাবেন একুশে বইমেলার ঐতিহ্য প্রকাশনীর ১৬ নং প্যাভিলিয়নে।