এবারের মেলায় তরুণ আলেম লেখক আমিন ইকবাল নিয়ে এসেছেন প্রবন্ধমূলক বই ‘সভ্যতার ভাঙা মুখ’। ‘সভ্যতার ভাঙা মুখ’ সমাজচিত্রধর্মী গ্রন্থ। এতে সমাজের বাস্তব কিছু চিত্র তুলে ধরা হয়েছে; যা অসঙ্গত। অতি-আধুনিকতার নামে আমাদের যুবসমাজ কোন পথে হাঁটছে, তারুণ্য কিভাবে পথভ্রষ্ট হচ্ছে, ধর্মপালনের নামে কি ধরনের ভ-ামি চলছেÑসেসব বর্ণনা রয়েছে পাতায় পাতায়। আছে নৈতিকভাবে দেওলিয়া হয়ে পড়া একশ্রেণির বুদ্ধিজীবীর মায়াকান্না এবং মুসলিম সমাজব্যবস্থা ভেঙে দিতে তাদের দূরভিসন্ধির কথা। গ্রন্থটি ক্ষাণিকটা হলেও আমাদের নিদ্রা ভাঙবে ইনশাআল্লাহ। কাজী যুবাইর মাহমুদের প্রচ্ছদে বইটি পরিবেশনা করছে দাঁড়িকমা প্রকাশনী।