ওমর শাহ : চলছে একুশে বইমেলা। বাংলাভাষীদের ঐতিহ্য ও প্রাণের মেলা। বইমেলা লাখো বইপ্রেমী ও হাজারো লেখকদের মিলন মেলা। তাই মেলা নিয়ে উচ্ছ্বাস সর্বশ্রেণির পাঠকদের। মেলায় গল্প উপন্যাসের পাশাপাশি ধর্মীয় বইয়ের চাহিদারও কমতি নেই। তাইতো কলমের ভাষায় ধর্মকে নতুন আঙ্গিকে তুলে ধরছেন দেশের আলেম লেখকরা। প্রকাশকরাও গুরুত্ব দিচ্ছেন ধর্মীয় বইয়ের। পাঠকের এ চাহিদা পূরণে এবারের মেলায় প্রকাশ হয়েছে অর্ধশতেরও বেশি ধর্মীয় বই। এসব বইয়ে শুধু ধর্মীয় বয়ান নয়, ধর্মকে রূপ দেওয়া হচ্ছে সাহিত্য মানের। গল্প উপন্যাস ও ছড়া কবিতায় উঠে এসেছে ধর্মের নানা কথা। মেলায় প্রকাশিত আলেম লেখকদের উল্লেখযোগ্য কিছু ধর্মীয় বই নিয়ে ইসলামি চিন্তার এবারের আয়োজন ‘বইমেলায় ধর্মীয় বইয়ের বিপ্লব!’।