বইমেলায় দৈনিক আমাদের অর্থনীতির ইসলামি চিন্তার পাতা ও বিভিন্ন জাতীয় দৈনিকের নিয়মিত লেখক, লন্ডনের ইকরা টিভির আলোচক মাহফুয আহমদের দুটি বই প্রকাশিত হয়েছে। পায়রা প্রকাশ থেকে প্রকাশিত বই দুটি হচ্ছে ‘প্রেরণার ঐতিহ্য’ এবং ‘দুর্লভ তথ্য’।
ভিন্ন ভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে লিখিত এটি মূলত একটি প্রবন্ধ সংকলন। ৩০টি নিবন্ধ এতে স্থান পেয়েছে। প্রতিটি নিবন্ধ গুরুত্বপূর্ণ, বিশ্লেষণধর্মী ও সময়োপযোগী। লেখক সীরাত থেকে নিয়ে কুরআন, পরিবার, সমাজ, সংষ্কৃতি, রাষ্ট্র, ইতিহাস, সভ্যতা, ফিকহ, পরিবেশ বৈচিত্র্য, নারী স্বাধীনতা, জুমা, হজ বিষয়গুলো তুলে ধরেছেন। ‘দুর্লভ তথ্য’ বইট মূলত বিবিধ প্রসঙ্গে বিচিত্র কতগুলো তথ্য দিয়ে সাজানো হয়েছে। চমৎকার ওইসব তথ্য লেখক পূর্বসূরি মনীষীদের বিভিন্ন মৌলিক গ্রন্থ থেকে চয়ন ও সংকলন করেছেন। একুশে বইমেলায় ‘পায়রা’ প্রকাশের স্টলে বই দুটো মেলার শুরু থেকেই পাওয়া যাচ্ছে।