• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

শেষ পাতা

বাংলাদেশের প্রেক্ষাপটেই জ্বালানি খাতের  গবেষণা হওয়া উচিত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : February 20, 2018, 12:00 am

আপডেট সময় : February 19, 2018 at 9:20 pm

ফাহিম ফয়সাল : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমাদের নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি খাতের সব গবেষণা বাংলাদেশের প্রেক্ষাপটেই হওয়া উচিত। আমি নতুন কিছু দেখতে চাই যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপারস বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশে নবায়ণযোগ্য জ্বালানীর সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের পথে হাঁটছে দেশ। অধিক জনসংখ্যা এবং ভূমির স্বল্পতা বাংলাদেশের বড় বাধা। অন্য দেশের সঙ্গে যদি বাংলাদেশের তুলনা করেন তাহলে মিলবে না। বাংলাদেশ তো সৌদি আরব না, আবার দুবাইয়ের সঙ্গেও বাংলাদেশের মিল নেই। ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার লোক বাস করে। আর দুবাইতে ১০ জন। তাদের জমির অভাব নেই, অর্থেরও অভাব নেই। তাদের সঙ্গে বাংলাদেশের তুলনা করলে হবে না। আমি নতুন কিছু দেখতে চাই যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন, সোলার থেকে বাংলাদেশে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট বাস্তবায়ন সম্ভব হলে আমি তা সানন্দে গ্রহণ করব। কিন্তু আমি জানি এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ ঝড়-বৃষ্টি শুরু হলে সোলার প্ল্যান্ট বন্ধ হয়ে যাবে। আবার এই প্ল্যান্ট বাস্তবায়নে বিপুল জায়গা দরকার। সেই জায়গাটা কোথায় পাবো? তাই বাংলাদেশের প্রেক্ষাপটে যা করা সম্ভব সেই প্রস্তাবগুলো নিয়ে আসেন।

বাপাকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের বিদ্যুৎ বিভাগের এনার্জি রিসার্চ কাউন্সিল বিভিন্ন গবেষণায় অর্থায়ন করে। আপনারা চাইলে সেই সুযোগ গ্রহণ করে দেশের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারেন। সম্পাদনা: তরিকুল ইসলাম সুমন

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)