ফজলে রাববি
মহামহিম আল্লাহ তা‘য়ালা করুণার অনন্য আধার। সকল সৃষ্টির যিনি ¯্রষ্টা, পৃথিবীর সকল কিছুর যিনি ক্রীড়নক। একচ্ছত্র অধিপতি ও ক্ষমতা শুধুই তাঁর হাতে। পৃথিবীর বুকে মানব জাতিকে প্রেরণ করার পেছনে ও টিকিয়ে রাখার পেছনেও রয়েছে যার অনন্তর করুণা। বিশাল পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা অতি ক্ষুদ্রাকায় বস্তুও যার করুণা থেকে খালি নয়। পৃথিবীতে অগণিত সৃষ্টির উপরে আল্লাহ তা‘য়ালা মানব জাতিকে দিয়েছেন আশরাফুল মাখলুকাতের মর্যাদা তথা সকল সৃষ্টির সেরা জীবের স্বীকৃতি। দয়া ও করুণা করেই তিনি এ মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন। মনুষ্যজাতিকে সৃষ্টি ও পৃথিবীতে প্রেরণের পেছনে আল্লাহ তা‘য়ালার সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য আছে অবশ্যই। স্বতঃসিদ্ধ একটি ব্যাপার হলোÑমহামহিম প্রভুর ইবাদত করা। এছাড়াও কুরআনের অন্যত্র ইরশাদ হচ্ছে, ‘তিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ’। [সূরা মুলক:২]