• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ীর হামলায় সাংবাদিক আহত

প্রকাশের সময় : March 1, 2018, 12:00 am

আপডেট সময় : February 28, 2018 at 8:04 pm

 

 

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন গাজি টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি হৃদয় দেবনাথ। মঙ্গলবার বিকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা জানাউরা গ্রামে হামলার শিকার হন তিনি। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে রাতে স্থানীয় সাংবাদিক ও শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক হৃদয় দেবনাথকে আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।  আহত হৃদয় দেবনাথ জানান, ১ মাস ধরে মাদকের ওপর ধারাবাহিক একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার কাজ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সিন্দুরখান ইউনিয়নের জানাউরা গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ী রাজন মিয়ার নেতৃতে একদল মাদক ব্যবসায়ী তার ওপরে অতর্কিত হামলা চালায়। মাদকের ওপরধারনকৃত রেকর্ড থাকায় তার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। আহত হৃদয় দেবনাথকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে। এদিকে সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

 

অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম। সম্পাদনা : মুরাদ হাসান

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

news@amaderOrthoneeti.com

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)