স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন গাজি টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি হৃদয় দেবনাথ। মঙ্গলবার বিকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা জানাউরা গ্রামে হামলার শিকার হন তিনি। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে রাতে স্থানীয় সাংবাদিক ও শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক হৃদয় দেবনাথকে আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত হৃদয় দেবনাথ জানান, ১ মাস ধরে মাদকের ওপর ধারাবাহিক একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার কাজ করছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সিন্দুরখান ইউনিয়নের জানাউরা গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ী রাজন মিয়ার নেতৃতে একদল মাদক ব্যবসায়ী তার ওপরে অতর্কিত হামলা চালায়। মাদকের ওপরধারনকৃত রেকর্ড থাকায় তার মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। আহত হৃদয় দেবনাথকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে। এদিকে সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম। সম্পাদনা : মুরাদ হাসান