• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

অমৃত কথা

ভগবানকে ভালোবাসাই মানুষের প্রকৃত ধর্ম

প্রকাশের সময় : April 28, 2018, 12:00 am

আপডেট সময় : April 27, 2018 at 7:52 pm

 

অমল সরকার

 

প্রকৃত ধর্ম হলো ভগবানকে ভালোবাসা। ভগবানের দেওয়া নিয়মনীতিগুলির দ্বারা পরিচালিত হওয়া। ধর্মং তু সাক্ষাদ্ ভগবদ্ প্রনীতম্। ধর্ম হলো স্বয়ং ভগবানের দ্বারা প্রণীত নিয়মকানুন। আর, কর্ম বলতে কোনো কিছু করাকে বোঝায়। কিন্তু যে কোনো কর্ম করা উচিত নয়। একমাত্র ধর্ম অনুমোদিত কর্মই করণীয়। ধর্ম ছাড়া কর্ম কুকর্ম, কর্ম ছাড়াধর্ম সম্পূর্ণ ভিত্তিহীন। ধর্মশাস্ত্র একমাত্র মানুষদেরম

জন্যই রচিত, পশু পাখিদের জন্য নয়। তাই মানুষকে ধর্মবিহিত কর্ম করে চলতে হয়। কি কর্ম করতে হবে, কি কর্মম বর্জন করতে হবে সেই সম্বন্ধে শ্রীমদ্ভগবদগীতায় নির্দেশ দেওয়া হয়েছে-  যজ্ঞোর্থাৎ কর্মনোহন্যত্র লোকোহয়ং কমবন্ধনঃ। তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচর। শ্রীহরির প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, অন্যথায় সেই সমস্ত কর্মই জীবকে দুঃখময় জড় জগতর বন্ধনে আবদ্ধ করে। তাই হে কুন্তীপুত্র অর্জুন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তোমার কর্তব্যকর্ম অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদাসর্বদা জড় জগতের বন্ধন মুক্ত থাকতে পারবে। (গীতা৩/৯)

প্রকৃতপক্ষে যে কর্ম মানুষকে কৃষ্ণভক্তির পথে পরিচালিত করে না, তা পাপকর্ম এবং যে বিদ্যা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করত সাহায্য করে না, তা ভ্রান্ত। যদি কৃষ্ণভাবনামৃতের অভাব হয়, তা হলে বুঝতে হবে যে, সেই কর্ম এবং সেই বিদ্যা সম্পূর্ণরূপে নিরর্থক।

 

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)