• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

খ্রিস্টীয় দর্পণ

সেই মুকুট দুটি

প্রকাশের সময় : April 29, 2018, 12:00 am

আপডেট সময় : April 28, 2018 at 9:58 pm

 

 

 

খ্রিস্টীয় দর্পণ ডেস্ক

 

‘তবে যাহার সেবা করিবে, তাহাকে অদ্য মনোনীত কর…. কিন্তু আমি ও আমার পরিজন আমর সদাপ্রভুর সেবা করিব।’

১৮৬১ সালের ২৫শে অক্টোবর ঈলেন হোয়াইটকে মজার একটি দর্শন দেয়া হয়েছিল। মনে হল স্বর্গ থেকে একটি হাত নেমে এসেছে, সেই হাত একটি সোনার রাজদন্ড ধরে আছে যার প্রান্তে একটি মুকুটে উজ্জ্বল হীরক খচিত আছে। মুকুটে লেখা আছে, ‘আমাকে যারা জয় করে তারা সুখী, তারা অনন্ত জীবন পাবে।’ এর নিচে আরো একটি রাজদন্ড দেখা গেল, আর সেটির প্রান্তেও মুকুট রয়েছে। এ মুকুটটিও কিছু রতœ ও একটু সোনা রূপা দ্বারা সজ্জিত ছিল। এতে লেখা ছিল ‘পার্থিব ধন সম্পদ হচ্ছে শক্তি। আমাকে যারা পায় তারা মান ও যশ পায়।’ এই দর্শনে মিসেস হোয়াইট দেখলেন বিরাট জনতার ভীড় এগোচ্ছে এই দ্বিতীয় মুকুটটি ধরার জন্য। কেউ কেউ এত আকুল আঙ্কাক্ষী যে, অন্যদের ধাক্কা দিয়ে সরিয়ে উন্মাদের মত আচরণ করছে।

এই দুর্গম জনতার কেউ কেউ নিজেদের খ্রিস্টিয়ান বলে দাবি করে। তারা প্রথম খাঁটি হীরক খচিত মুকুটের দিকে তাকিয়ে লোভ করে এক হাত দিয়ে মুকুটটি ধরার জন্য একটু ক্ষীণ প্রচেষ্টা চালায়, আর অন্য হাত ব্যাকুল হয়ে পার্থিব মুকুটটি ধরার জন্য প্রসারিত হয়ে আছে। দর্শনে কিছু কিছু লোক উন্মত্ত জনতার ভীড়ে অতিষ্ট হয়ে, ফিরে গিয়ে সেই স্বর্গীয় মুকুটের সন্ধান করতে লাগল। আর তারা ঠিকই পেল, তাদের কালো মুখ হাসিতে ভরে গেল, উজ্জ্বল হয়ে উঠল। তারপর একদল সন্ধানকারী ভীড় ঠেলে যাচ্ছিল। তাদের চোখ ঐ স্বর্গীয় মুকুটের দিকে পলকহীন ভাবে তাকিয়ে রইল। এমনকি তারা এক পলকও সেই সম্মান আর যশের দিকে তাকাল না। এতে জনতা ক্ষিপ্ত হলো, আর তারা ঠাট্টা বিদ্রুপ করে কতগুলো কালো বল নিক্ষেপ করলো ঐ দলের দিকে। এই কালো বল যা মিথ্যা কথার প্রতীক তার প্রতি যতক্ষণ তারা দৃষ্টি না দিল ততক্ষণ সেগুলি তাদের ছোট দলের কোন ক্ষতি করলনা।

ঈলেন হোয়াইট এই দর্শনটি লিপিবদ্ধ করলেন যেন সকলে এর থেকে শিক্ষা নিতে পারে। তিনি সমাপ্তিতে লিখেছেন, ‘ধার্ম্মিকদের দৃষ্টি যেমন স্বর্গীয় অমূল্য রতেœর দিকে নিবদ্ধ থাকে, তারা ক্রমে আরো খ্রিস্টের অনুরূপ হয় এবং স্বর্গে যাবার জন্য রূপান্তরিত হয়।’ টেষ্টিমনিজ ১ম খন্ড,৩৫৩ পৃষ্টা (ইং)। আজই সিন্ধান্ত নিন সঠিক মনোনয়নের জন্য যাতে এই শেষ বাণী আপনার বেলাতেও প্রযোজ্য হয়। সূত্র : ক্রাইষ্টবিডি

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)