খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
যে অধর্ম্মচারী, সে ইহার পরেও অধর্ম্মচারণ করুক, এবং যে কলুষিত, সে ইহার পরেও কলুষিত হউক এবং যে ধার্ম্মিক, সে ইহার পরেও ধর্ম্মচারণ করুক এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হউক। সময় আসবে যখন ঈশ্বরের লোকবৃন্দ তুমি ও আমি তাঁর কাজ শেষ করব। শেষ বাইবেল ষ্টাডি দেওয়া হবে, শেষ পত্রিকা খানি বিতরণ করা হবে, শেষবারের মত প্রেমের সহিত বার্তা প্রচার করা হবে। অতঃপর যীশু স্বর্গীয় ধর্মধাম হতে অতিশয় ভিক্ষা দৃষ্টি রেখে, তাঁর হাত তুলে উচ্চ রবে বলবেন, সমাপ্ত হল। সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশের ঘরের লোকটি যে তার ব্যবসায় কখনো সৎ হবার সিদ্ধান্ত গ্রহন করেনি, সে পরিবর্তিত হবে না। তোমার পরিচিত একজন বালক যে কখনো চুরি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেনি সে পরিচিত হবে না এবং একই রুপে মিসেস স্মিথের পক্ষেও পরিবর্তিত হওয়া সম্ভব না। এখন অতি অল্প কালের জন্য যীশু ধর্মধাম পরিত্যাগ করবেন। এবং পৃথিবীর কোন লোকের সুযোগ থাকবে না তাদের মহাযাজকের সেবা করবার। পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ লোকই দুষ্ট এবং তারা যা তাই থেকে যাবে এবং তখন দুষ্ট লোকদের উপর থেকে ঈশ্বরের রক্ষাকারী আত্মা তুলে নেয়া হবে।
শয়তান, পৃথিবীকে চুড়ান্ত সংকটে পরিপূর্ণ করবার জন্য উঠে পড়ে লাগবে। পৃথিবীতে মহা দূর্য্যোগ দেখা দেবে যেমন ভূমিকম্প, বন্যা প্রচন্ড ঝটিকা, যুদ্ধ রক্তপাত এসব দুষ্টগণের মধ্যেই সংঘটিত হবে। এটি বিশ্বাস করা কঠিন, যারা ঈশ্বরের সেবা করে তাদেরও দোষী করা হবে এবং আমাদের শাস্তির পরিকল্পনা গ্রহন করা হবে, এমন কি আমাদের জীবনও ছিনিয়ে নেয়া হবে। অবশ্য ঈশ্বর কখনো এরুপ হতে দেবেন না, কিন্তু তিনি তাকে এই সুযোগ দেবেন যেন সে উত্তম লোকদের তাদের নিজেদের দূর্বলতা এবং অযোগ্যতা সম্পর্কে চিন্তাযুক্ত করে তুলতে পারে। এটি সত্যিই এক সংকট কাল। যীশুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করা, তার সঙ্গে কথা বলা, প্রতিদিন প্রার্থনা সহকারে তাঁর বাক্য অধ্যায়ন ব্যতিরেকে আমাদের অন্য কিছুই করার থাকেবে না। এরুপ আমরা নিশ্চিত হতে পারি যে, তাঁর দূতগণ আমাদের অতীব নিকটে থাকবেন এবং যারা প্রভুকে প্রেম করে, তাদের সঙ্গে নিরাপদে রক্ষা পাবে। সূত্র : ক্রাইষ্টবিডি