যদিও চীনে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয় তবে, দেশটিতে ই-কমার্স সাইটে পবিত্র বাইবেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সেদেশের বড় বড় ই-কমার্স সাইট জেডি, টাবো, ডাংডাং ইত্যাদির মাধ্যমে আগে মানুষ বাইবেল কিনে পড়তেন। কিন্তু এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া চীনে বইয়ের দোকানে বা বাজারে বাইবেল বিক্রি নিষেধ। কেবল মাত্র গির্জাগুলোতে স্বল্প পরিসরে বাইবেল বিক্রি বৈধ। অনলাইনে বাইবেল বিক্রি নিষিদ্ধ করায় সরকারের সমালোচনা করছেন সেদেশের খ্রিস্ট বিশ্বাসীরা।
সূত্র : বিডি খ্রিস্টান নিউজ