থয়সাপ্রু খিয়াং
১০ এপ্রিল, বীর মুক্তিযোদ্ধা, খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার প্রাক্তন কর্মকর্তা ও সহ-পালক, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ মহোদয়কে মুক্তিযোদ্ধা হিসেবে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় এবং খ্রিস্টান ধর্মের নিয়মনীতি পালনের মাধ্যমে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের কবরস্থানে সমাধিস্থ করা হয়। তিনি ৯ এপ্রিল, ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সুদীর্ঘ বছর যাবৎ ডায়াবেটিস ও বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি অত্র এলাকায় মনু বাবু নামে সবার কাছে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ৯ তারিখ, রাত আনুমানিক ৯.৩০ টার সময় এ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ ঢাকা থেকে চন্দ্রঘোনাতে আনা হয়। পরের দিন সকাল ১০ টার সময় খ্রিস্টিয়ান হাসপাতাল শহীদ মিনার প্রাঙ্গনে মরদেহকে আনা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর মরদেহকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বক্তব্য রাখেন, বাবু দীপঙ্কর তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ডা: প্রবীর খিয়াং, ভারপ্রাপ্ত পরিচালক, খ্রিস্টিয়ান হাসপাতাল ও খ্রিস্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র এবং প্রয়াতের জ্যেষ্ঠ পুত্র ড. অভিজিৎ চৌধুরী। সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মি. সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, বাবু থোয়াইচিং মার্মা, সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, বাবু অংসুছাইন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান, জনাব মফিজুল হক, প্রাক্তন ইউপি চেয়ারম্যান, বাবু বিপ্লব মারমা, সভাপতি, এ.বি.সি.এস, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বাবু রবার্ট রোনাল্ড পিন্টু, কমান্ডার, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা কমান্ড, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সহ-পালক, পরিচারকবৃন্দ ও সভ্য/সভ্যাবৃন্দ, স্থানীয় জনসাধারণ, সহ-মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী ও বেসরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ ও শুভানুধ্যায়ী সকলেই উপস্থিত ছিলেন। ভক্তগণ ও স্বজনদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহের কফিন বক্সটিকে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের কবরস্থানে নেওয়া হয়। এ সময় সমাধিস্থ করার অনুষ্ঠানটি ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পরিচালনা করেন, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সম্মানিত পালক, রেভা. রণজিৎ কুমার বাইন। এছাড়া চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ হতে শোক বার্তাসহ পরিবার ও আত্মীয় পরিজনদের সমবেদনা জ্ঞাপন করা হয়। কারণ তিনি সুদীর্ঘ বছর যাবৎ চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের অবৈতনিক সহপালক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন।