ইসলামই একমাত্র জীবন বিধান
মো. আরিফুল ইসলাম
মানব জাতিকে সত্যের পথে চালাতে আল্লাহ তায়ালা যুগেযুগে নানা গ্রন্থ ও শরীয়ত দান করেছেন। যে ধারাবাহিকতায় সর্বশেষ মহাগ্রন্থ আল-কুরআন ও ইসলাম ধর্মকে নির্বাচন করা হয়েছে। মহানবী (সা.) বিদায় হজে ঘোষণা করেছেন যে, আজ ইসলাম তোমাদের জন্য পূর্ণাঙ্গ করা হয়েছে। তাই এখন ইসলামই একমাত্র জীবন বিধান। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- নিশ্চয় ইসলামই আল্লাহ নিকট একমাত্র দ্বীন এবং যাদের গ্রন্থ প্রদান করা হয়েছে। তাদের নিকট জ্ঞান আসার পরই শুধু পরস্পরে বিদ্বেষবশত তারা মতবিরোধে লিপ্ত হয়েছে এবং যে আল্লাহর নির্দেশসমূহ অস্বীকার করে, নিশ্চয় আল্লাহ সত্বর হিসাব গ্রহণকারী। সুরা আল ইমরান-১৯
নিঃসন্দেহ আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম। ইসলাম ব্যতীত আল্লাহর নিকট গ্রহণযোগ্য কোনো ধর্ম নেই। আল্লাহ তায়ালা যুগেযুগে যে নবী রাসূল প্রেরণ করছেন তাদের প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম। কুরআনের পরিভাষায় দ্বীন সেসব মূলনীতি ও বিধি-বিধানকে বলা হয়। যা হযরত আদম (আ.) থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত সব পয়গাম্বর এর মাঝে সমভাবে বিদ্যমান রয়েছে।
আর ইসলাম বলা হয় আল্লাহর নিকট আত্মসর্ম্পণ করা এবং তার অনুগত্য হওয়া। অর্থাৎ প্রত্যেক পয়গাম্বরের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাদের আনিত বিধি বিধানের আনুগত্য করার নামই ইসলাম। ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণযোগ্য নয়। প্রত্যেক পয়গাম্বরের আমলে তার আনীত ধর্ম ছিল দ্বীন ইসলাম। পরিশেষে দ্বীনে মুহাম্মদ-ই ‘ইসলাম’ নামে অভিহিত হয়েছে। যা কেয়ামত পর্যন্ত কায়েম থাকবে। রাসূল (সা.) এর আগমনের পর পূর্বের আনা সকল গ্রন্থ রহিত হয়ে গেছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কখনো তা গ্রহণ যোগ্য হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে। (সুরা আল ইমরান-৮৫)
জীবন সমস্যা সমাধানে ইসলাম: মানুষের জীবনে ব্যক্তিগত, পরিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামরিক, আন্তর্জাতিক এবং ধর্মীয় জীবন কেমন হবে? এ সকল জীবনের পূর্ণাঙ্গ সামাধান রয়েছে ইসলাম। আল্লাহ পাক বলেন, আমি এই গ্রন্থে কোনোকিছু বাদ দেইনি। আল কুরআন যে মানুষকে পথ দেখায় তার প্রমাণ ‘আলিফ-লাম-রা’ এটি একটি মহান পালনকর্তার নির্দেশে তার দেখানো পথ যিনি মহা পরাক্রমশালী ও প্রশংসিত। (সুরা ইবরাহীম-১)
পরিবারিক জীবনে ইসলাম: পরিবারিক জীবনের সুন্দর দিকনির্দেশনাও ইসলাম দিয়ে থাকে। আল্লাহ তায়ালা বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভাল আচরণ কর। (সুরা নিসা-১৯)
সমাজ জীবনে ইসলাম: সামাজিক জীবনে কিভাবে চলতে হবে সেই দিকনির্দেশনা ইসলামে দেয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, তোমরা সদ্যব্যবহার কর, পিতা-মাতা, আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন, প্রতিবেশী, আত্মীয় বা অনাত্মীয় এবং সহকর্মী, পথিক ও দাস-দাসিদের সাথে নিশ্চয় দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। (সুরা নিসা-৩৬)
ধর্মীয় জীবনে ইসলাম: ধর্মীয় জীবন সম্পর্কে বলা হয়েছে তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ কর। (সুরা-বাকারা-২০৮)
অর্থনৈতিক জীবনে ইসলাম: অর্থনৈতিক জীবন সম্পর্কে কুরআনের ভাষা হলো আল্লাহ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন। (সুরা বাকারা-২৭৫)
লেনদেন সম্পর্কে বলা হয়েছে, হে ঈমানদারগণ যদি তোমরা নির্দিষ্ট মেয়াদে অর্থ-লেনদেন কর তবে তা লিখে রাখো। (সুরা বাকারা-২৮২) মোট কথা মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম।