ফাতেমা আক্তার সিক্তু
‘মাহে রমজান এলো বছর ঘুরে/মুমিন মুসলমানের ঘরে ঘরে।’ সংযম, সাধনা আর ত্যাগের মাস দুয়ারে হাজির। সারা বছরের চেয়ে একটু বেশি ইবাদত ও পরহেজগারি অর্জনের ইচ্ছে মনের মধ্যে লালন করেন প্রত্যেক মুসলমান। মহান রবের দরবার হতে নিজের ত্রুটি-বিচ্যুতির ক্ষমা চেয়ে নিতে চান সকলেই। তাঁর ক্ষমা ও রহমতের ফল্গুধারায় সিক্ত হতে চান এই রমজানের মাধ্যমে। আর নারীরা? যারা সারাবছর সংসারের কাজকর্ম ও দৈনন্দিন জীবনযাপনের ফাঁদে পড়ে প্রচ-রকম ইচ্ছে থাকাসত্ত্বেও একটুখানি বেশি সময় ধরে ¯্রষ্টার সান্নিধ্য লাভ করার সৌভাগ্য হয় না। আলহামদুলিল্লাহ, আবার ফিরে এসেছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস মহাপবিত্র রমজান। এ মাসে এমন একটি সম্মানিত রজনী রয়েছে, যা হাজার মাস হতে উত্তম। আল্লাহর অসীম দয়া ছাড়া আর কিছুই নয়, এক রাতের ইবাদতে তিনি আমাদের হাজার রাতের ইবাদতের সওয়াব দান করেন। রমজান উপলক্ষে কিছু পূর্ব প্রস্তুতি নেওয়া হলে রমজান হয়ে উঠবে আরও তাৎপর্যপূর্ণ ও সাফল্যম-িত। নারীদের জন্য মাহে রমজানের কিছু পূর্বপ্রস্তুতি এমন হতে পারে, ১. ঘরদোর ধোয়া-মোছা ও পরিষ্কার করে রাখা। তাতে মানসিক প্রশান্তি বজায় থাকে। ফলে ইবাদতে মনোযোগ নিরবচ্ছিন্ন হয়। ২. সংসারের দীর্ঘ কাজগুলো গুছিয়ে রাখা। যেমন, বিছানার চাদর, মশারি, ঘরের পর্দা; এগুলো রমজানের পূর্বেই ধুয়ে রাখা। যাতে রমজানে এগুলো করতে গিয়ে শারীরিক ক্লান্তি অত্যধিক বেড়ে গিয়ে ইবাদতে ও রোজায় বিঘœ না হয়। ৩. পরিবারের সবার পোশাক-পরিচ্ছদ পরিষ্কার করে রাখা এবং যথাযথ বিন্যস্ত রাখা। যাতে পবিত্র পোশাকাদি সময়মতো হাতের কাছে পাওয়া যায়। ৪. প্রতিদিনের কাজের তালিকা তৈরি করে নেওয়া। প্রতিদিন নামাজ, তেলাওয়াত, জিকির এবং সাংসারিক কাজের তালিকা (রুটিন) তৈরি করে নিলে অযথা ভাবনা কিংবা অলসতায় সময় অপচয় হবে না।