গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঐ ব্যক্তি মোমেন নয়, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়। (বোখারী শরীফ), তিনি বলেন, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয় সে বেহেশত যাবে না। (মিশকাত শরীফ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সে ব্যক্তি মোমেন নয় যে পেট ভরে খায়, অথচ তার প্রতিবেশী তার নিকটবর্তী কিন্তু অনাহারী থাকে। (মিশকাত শরীফ), নবীজি বলেন, যে লোক তার প্রতিবেশীর নিকট উত্তম পরিগণিত সে আল্লাহ্র নিকটও উত্তম পরিগণিত। যে ব্যক্তি নিজ সঙ্গীদের নিকট উত্তম পরিগণিত সে আল্লাহ্র নিকটও উত্তম পরিগণিত। (তিরমিজী শরীফ)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্ এবং আল্লাহ্র রাসুলের প্রিয় হতে চায় তার কর্তব্য হবে-সত্যবাদী হওয়া, বিশ^াস ভাজন হওয়া এবং প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহারকারী হওয়া। (মিশকাত শরীফ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ্র ওয়াস্তে তথা নিঃস্বার্থভাবে এতিমের মাথায় ¯েœহের হস্ত বুলায় তাহার হস্তস্পর্শিত প্রতিটি লোমের পরিবর্তে নেকি লাভ করবে। যে ব্যক্তি কোন এতিম বালক বা বালিকার প্রতি সদ্ব্যবহার করবে সে বেহেশতের মধ্যে আমার অতি নিকটবর্তী হবে। (তিরমিজী শরীফ) প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয় বা অনাত্মীয় এতিমের লালন-পালনকারী ও আমি বেহেশতে এরূপ নিকটবর্তী থাকব যেরূপ হাতের দুটি আঙ্গুল। (বোখারী শরীফ)