উত্তাল সারাদেশ, পুলিশ ও ছাত্রলীগের বাধা
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার: শুক্রবার সাময়িক শিথিল হলেও গতকাল শনিবার থেকে রাজধানীর ন্যায় সারাদেশে আবারো উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন। সংঘবদ্ধ ভাবে সড়কের শৃঙ্খলায়ও ভূমিকা রাখতে দেখা গেছে শিক্ষার্থীদের। দেশের কয়েকটি স্থানে পুলিশ ও ছাত্রলীগের বাধা ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানোর খবরও পাওয়া গেছে। রাতে বাড়ি থেকে শিক্ষার্থীদের আটকের খবরও পাওয়া গেছে কয়েকটি জেলা থেকে।
বিচ্ছিন্ন ঘটনার মাঝে সারাদেশের আন্দোলনের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা:-
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ছাত্রধর্মঘটের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে।
সাইফুল ইসলাম প্রবাল, ঠাকুরগাঁও: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করার সময় জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন ওসি আব্দুল লতিফ।
আশরাফ চৌধুরী রাজু, সিলেট: রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা বাংলাদেশের মতো সিলেটেও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এনিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছে সিলেটের শিক্ষার্থীরা। শনিবার শহীদ মিনারের সামনে নগরীর বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।
অলক কুমার দাস, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় সাদিয়া আফরিন (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে বড়চওনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রশান্ত কুন্ডু, বরিশাল: বরিশালে চতুর্থ দিনেও ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর বিচার ও নিরাপদ সড়ক সহ নয় দফা দাবি আদায়ের লক্ষে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার বেলা ১০টায় নগরের চৌমাথা এলাকার ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে রাখে । এসময় ন্যায় বিচার চেয়ে শ্লোগান দেয় শিক্ষার্থীরা।
শরীফা খাতুন শিউলী, খুলনা : খুলনায় নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান নিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও পুলিশ বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা। শনিবার দুপুরে মহানগরীর শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিতে গেলে তাদের দফায় দফায় বাঁধা, ধাওয়া পাল্টা ধাওয়া দেওয়া হচ্ছে। ফলে শিববাড়ির মোড় ছাত্রদের অবস্থানের নির্ধারিত স্থানে তারা দাঁড়াতে পারছে না। শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, বেশ কিছু আন্দোলনকারী শিক্ষার্থীদের বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালিয়েছে। এবং কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে।
নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে শনিবার সকাল ১১টা থেকে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে। সংঘবদ্ধ বিক্ষোভের পাশপাশি তারা শহরের বিভিন্ন পয়েন্টে গাড়ির লাইসেন্স দেখছে। দেখা গেছে পুলিশ, প্রশাসন, সাধারণ নাগরিকসহ বিভিন্ন পেশাজীবীদের মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেটকার-রোগী বহনকারী যানবাহনসহ সকল যানবাহনের লাইসেন্স ও কাগজপত্র চেক করছে।
শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা: ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
মো. আসাদুল্লাহ গালিব, চাঁপাইনবাবগঞ্জ: নিরাপদ সড়কের দাবিতে শনিবার চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয়া শুরু করে। অবস্থানকালে তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়ার পাশাপাশি যানবহনের কাগজপত্র যাচাই করে এবং রাস্তা ও বিভিন্ন গাড়িতে নানান ধরনের শ্লোগান লিখে দেন।
মতিউর রহমান (ভান্ডারী), সাভার (ঢাকা) : রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে গতকাল শনিবার সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা মহাসড়কে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দেয়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সরকার ও পুলিশকে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর: সড়কে নেমেছে রংপুরের শিক্ষার্থীরাও। গতকাল শনিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের অবস্থান ও মোড়ে মোড়ে তল্লাশি অভিযান থাকলেও সব বাঁধা উপক্ষো করে মানববন্ধন ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে তারা। জিলা স্কুল মোড় থেকে মিছিল বের হয়ে মেডিকেল মোড়ের দিকে যেতে ধরলে পুলিশী বাঁধার মুখে সড়ক ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম: কুড়িগ্রামে নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন ও যান-বাহনের কাগজপত্র পরীক্ষা করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে কুড়িগ্রামের জিরো পয়েন্ট শহীদ মিনার চত্বর এলাকায় শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানব বন্ধন করে। এসময় তারা ট্রাফিক পুলিশের সহায়তায় বিভিন্ন যান-বাহনের লাইসেন্স পরীক্ষা-নীরিক্ষা করে অবৈধ ত্রুটিপুর্ণ যান-বাহনের বিরুদ্ধে পুলিশের মাধ্যমে মামলা দেয়।