আলোকচিত্রী শহিদুল আলম ৭ দিনের রিমান্ডে
সুশান্ত সাহা : তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের জামিন নামঞ্জুর করে তার সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত। রমনা থানায় দায়ের করা এই মামলায় শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘ভীতি ও সন্ত্রাস’ ছড়াতে ইন্টারনেটে ‘কল্পনাপ্রসূত উস্কানিমূলক মিথ্যা’ তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুলের বিরুদ্ধে।
গতকাল সোমবার বিকালে তাকে আদালতে তুলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী।
বিকাল সাড়ে ৫টার দিকে কড়া নিরাপত্তা ও পুলিশি পাহারার মধ্যে খালি পায়ে শহিদুলকে এজলাসের সামনে আনা হয়।
শহিদুলের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও জোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার বিকেলে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রোববার রাতে ধানমন্ডির ৯/এ সড়কের বাসার চারতলা থেকে শহীদুল আলমকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। শহীদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।
দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে রোববার রাতে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দেন বলে জানা গেছে।