আমার দেশ • প্রথম পাতা • লিড ৫
নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ বহাল
এস এম নূর মোহাম্মদ: বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশের বিরুদ্ধে করা আবেদনে কোন আদেশ দেননি আপিল বিভাগ। এর ফলে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল আছে বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশ স্থগি চেয়ে জাবালে নূর পরিবহ কর্তৃপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চ কোন আদেশ দেননি। এর আগে গত ৩০ জুলাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে কেন ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে নিহত শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের পরিবারকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে জাবালে নূর পরিবহনের মালিক ও বিআরটিএ কর্তৃপক্ষকে এই টাকা দিতে বলা হয়েছিলো। এছাড়া এ মামলার পরবর্তী আদেশের জন্য ১২ আগস্ট দিন ধার্য রয়েছে হাইকোর্টে। সম্পাদনা: আনিস রহমান