মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ১৮শ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
সাইদ রিপন: মাধ্যমিক শিক্ষার উন্নয়ন কর্মসূচিতে ২২ কোটি ৫০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্থানীয় মুদ্রায় এর পরিমান এক হাজার ৮০০ কোটি টাকা। বৃহস্পতিবার (৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি ঋণ চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। চুক্তি শেষে কাজী শফিকুল আযম বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। চুক্তির আওতায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির তৃতীয় ফেজ বাস্তবায়ন করা হবে। কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক স্তরে প্রাসঙ্গিকতার জন্য পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষণ পদ্ধতি উন্নয়ন, সমতার ভিত্তিতে শিক্ষা গ্রহণে সুবিধা বৃদ্ধি ও ঝরে পড়া রোধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা ব্যবস্থাপনা ও পরিচালনা কার্যক্রম জোরদার করা হবে।
মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবি অন্যতম অংশীদার। এখন পর্যন্ত এডিবি প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে। বাংলাদেশের শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানি সম্পদ, সুশাসন, স্বাস্থ্য ও আর্থিক খাতের সহায়তা দিয়ে আসছে। এই সহায়তা অব্যাহত থাকবে।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদে বাস্তবায়নের জন্য ১৭ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের সেকেন্ডারি ইডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম শীর্ষক কর্মসূচী প্রণয়ন করেছে। এডিবি তার মাল্টি-ট্রান্স ফিন্যানসিং ফ্যাসিলিটির আওতায় এ কর্মসুচির জন্য ৩ কিস্তিতে ৫০০ মিলিয়ন ডলার ঋন দিচ্ছে। এডিবির এ ঋণ চুক্তির আওতায় কর্মসূচিটির জন্য তৃতীয় ও শেষ কিস্তি হিসাবে হিসাবে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহজ শর্তের অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস ঋণ দেবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্মসূচির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।