‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে মানুষের মাথাপিছু আয় এখন চার হাজার ডলার থাকত’
আশিক রহমান : বঙ্গবন্ধুকে হত্যা ছিল বাঙালি জাতির জন্য এক ভয়ানক, অপূরণীয় ও বিশাল ক্ষতি। ক্ষত। এই দগদগে ক্ষত ও ক্ষতি কখনো পূরণীয় নয়। তবে জনকের আদর্শ ও তার দেখানো পথ পুরোপুরি অনুসরণে পথ চললে আমরা আমাদের কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো অনেক কম সময়ের মধ্যেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বঙ্গবন্ধু যদি আজকে বেঁচে থাকতেন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন তিন থেকে চার হাজার ডলারের মধ্যে থাকত। কারণ তিনি যেভাবে আমাদের অর্থনীতিকে সংগঠিত করে নিয়ে এসেছিলেন তা ছিল অল্পকথায় অসাধারণ। সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা জাতির জনকের পক্ষেই কেবল হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে উন্নয়ন, অগ্রগতি ও অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, যে সময়টাতে বঙ্গবন্ধু দেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তখন দেশটি ছিল যুদ্ধ বিধ্বস্ত। যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে তিনি যেভাবে গড়ে তুলছিলেন, পরবর্তীকালে জিয়া ও এরশাদ শাসনামলে এসে বঙ্গবন্ধুর সময়কার প্রবৃদ্ধি কখনো অর্জন করতে পারেননি তারা। এতেই বোঝা যায় বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ আজকে কোথায় থাকত। অল্প সময় শাসনাকালে কত কি অর্জন রয়েছে এই মানুষটির। একটা দেশের সংবিধান তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু মাত্র নয় মাসে তিনি আমাদেরকে একটি অসাধারণ সংবিধান উপহার দিয়েছিলেন। এটা কেবল তার পক্ষেই সম্ভব ছিল।
এক প্রশ্নের জবাবে ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানুষের কল্যাণে নিবেদিত একজন খাটি দেশ আত্মপ্রাণ মানুষ। নেতা। এমন একজন মানুষ, নেতা কখনো আর বিশ্ব পাবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। অনুপ্রাণিত, নিবেদিত, উৎসাহী চরিত্র বঙ্গবন্ধুর আদর্শ আমাদের প্রতিমুহূর্তে প্রতিপালন করা উচিত। আমরা সেটা করছি। আশা করব, সবসময় জনকের আদর্শ অনুযায়ীই পথ চলব। জনকের আদর্শচ্যুত হওয়া যাবে না কখনোই।