কমলাপুর ও গাবতলীতে ঈদে ঘরমুখো মানুষের ঢল
আহমেদ ইসমাম: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর ও গাবতলীতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ব্যাগ হাতে স্ত্রী ও সন্তান সঙ্গে নিয়ে নাড়ীর টানে ছুটছেন সবাই স্টেশনের দিকে। উদ্দেশ্য একটাই নির্দিষ্ট সময়ে ট্রেন ও বাস ধরতে হবে। কারণ ভালোভাবে ট্রেনে ও বাসে উঠতে পারলেই মিলছে বাড়ি ফেরার নিশ্চয়তা। ঈদকে সামনে রেখে অগ্রিম টিকিটের বাসের সিডিউল অনুয়ায়ী গতকাল থেকে ঘরে ফেরা শুরু হল। গাবতলীতে হানিফ পরিবহনের ম্যানেজার বাবলুর সঙ্গে কথা বলে জানা যায়, ঈদকে ঘিরে আমাদের অতিরিক্ত বাস প্রস্তুত রয়েছে। যখন চাহিদা বাড়বে তখন আমরা রাস্তায় নামাব। এখন সব বাসের আসন ফুল যাচ্ছে। কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে অন্য স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর ভিড় বেড়েছে কয়েকগুণ। পুরো স্টেশন জুড়েই ঘরে ফেরা মানুষের ভিড়। কেউ ব্যাগ হাতে, কেউবা পরিজনের হাত ধরে ছুটছেন কাক্সিক্ষত ট্রেনের দিকে। কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, শুক্রবার ৩১টি আন্তঃনগর ট্রেনসহ মোট ৬৬টি ট্রেন দেশের বিভিন্ন এলাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতোমধ্যে ছয়টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে যথাসময়ে। বাকি ট্রেনগুলোও যথাসময়ে ছেড়ে যাবে। এরমধ্যে ৩১টি আন্তঃনগর আর বাকি ৩৫টি ট্রেন লোকাল ও মেইল সার্ভিস।
এদিকে নির্ধারিত নিয়মিত ট্রেন ছাড়াও শনিবার থেকে শুরু হচ্ছে ঈদের বিশেষ ট্রেন। এবারের ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।