বন্যাদুর্গত কেরালায় ৫শ কোটি রুপি দিলেন প্রধানমন্ত্রী মোদি
আসিফুজ্জামান পৃথিল: বন্যাদুর্গত ভারতের কেরালায় লাখো মানুষের জীবন রক্ষায় ৫শ’ কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানসন্ত্রী নরেন্দ্র মোদি। তবে রাজ্য সরকার কেন্দ্রের কাছে ২০০০ কোটি রুপি অর্থ বরাদ্দ চেয়েছিলো। গতকাল শনিবার উপদ্রুত এলাকা পরিদর্শনে গিয়ে নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন। একইসঙ্গে মোদি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং বন্যায় গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি প্রদানের ঘোষণা দেন। সব অর্থই প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রদান করা হবে।
এর আগে কেন্দ্রীয় সরকার আরো ১০০ কোটি রুপির সাহায্য ঘোষণা করেছিলো।
টুইটারে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি ভিজায়ানান লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ কোটি রুপি সাহায্যের ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি ২০০০ কোটি রুপির অনুরোধ জানিয়েছিলাম। আমরা কেন্দ্রকে এই সাহায্যের জন্য ধন্যবাদ জানাই।’
প্রধানমন্ত্রী মোদিও সঙ্গে বৈঠকে কেরালার মূখ্যমন্ত্রী ভিজায়ানান মোদিকে জানান, এই বন্যায় কেরালার মোট ১৯ হাজার ৫১২ কোটি রুপির সম্পদ বিনষ্ট হয়েছে। এদিকে ভারতের পর্যটনপ্রিয় এই রাজ্যটিতে বন্যার পানি নামার পরেও চরম অর্থনৈতিক দুসংবাদ অপেক্ষা করছে। ইয়ন