ইরানের ফ্লাইট স্থগিত করবে ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স
সান্দ্রা নন্দিনী: বাণিজ্যিক কারণে সেপ্টেম্বর থেকে ইরানে ফ্লাইট স্থগিত করবে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স। বৃহস্পতিবার কোম্পানি দু’টি এই ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার একমাসের মধ্যে এই ঘোষণাটি এলো।
ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় লন্ডন-তেহরান ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তারা। লন্ডন-তেহরান সর্বশেষ ফ্লাইট যাবে ২২ সেপ্টেম্বর এবং তেহরান থেকে লন্ডনে সর্বশেষ ফ্লাইট ফিরবে ২৩ সেপ্টেম্বর।
অন্যদিকে, এয়ার ফ্রান্স প্যারিস-তেহরান রুটে ফ্লাইট বাতিল করবে ১৮ সেপ্টেম্বর থেকে। এই রুটে যাত্রী পরিবহন কম থাকায় ফ্লাইট বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির মুখপাত্র।
এদিকে, যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বাতিলের সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, এই রুট-গুলোতে ব্যাপক চাহিদার থাকার পরও এয়ারলাইনস দু’টির এই সিদ্ধান্ত দুঃখজনক। এএফপি