অপরূপ সাজে ফিরছে হোটেল ‘ইন্টারকন্টিনেন্টাল’
ফাতেমা আহমেদ: পর্দা ওঠার দিনক্ষণ ঘনিয়ে আসছে। শেষবেলায় চলছে তুলির আঁচড়। চোখ ধাঁধাঁনো রঙের এমন খেলা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দেয়ালে দেয়ালে। পূর্ণতা পেতে লাগবে আরও কটা দিন, তাতে কী! অপূর্ণতার মাঝেই রূপের যে ঝলক, তা দেখেই যেন চোখ ঝলসে যায়। দামি গ্লাসে ঢাকা পড়েছে প্রাসাদের বাইরের দিক।
‘রূপসী বাংলা’ বন্ধ হওয়ার পর দীর্ঘ চার বছর ধরে চলছে সংস্কারকাজ। এই সংস্কার যেনতেন নয়। সাবেক শেরাটনের সেই সাজসজ্জার প্রায় সবই বদলে ফেলা হয়েছে। এখন চলছে শেষ সময়ের কারুকার্য।
স্বাধীনতা-উত্তর এটা ছিল দেশের প্রথম পাঁচতারকা হোটেল। এরপর এর নাম হয় ‘হোটেল শেরাটন’। শেরাটনের সঙ্গে সরকারের চুক্তি বাতিলের পর এটি ‘রূপসী বাংলা’ হিসেবে পরিচালনা করে কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে নতুন করে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের (আইএইচজি) সঙ্গে চুক্তি হয়। দীর্ঘ সংস্কারকাজ শেষে হোটেলটির চেহারাই এখন বদলে ফেলা হয়েছে।
হোটেলটির সংস্কার কাজের সঙ্গে জড়িত আনিস জানান, হোটেলটি উদ্বোধনের দিনক্ষণ ঠিক হয়েছে। ফলে দিন-রাত কাজ চলছে। বিদেশি সর্বাধুনিক সরঞ্জাম এখানে স্থাপিত হয়েছে। তিনি বলেন, ‘এখন ফিনিশিংয়ের কাজ চলছে। সোফা আর আসবাবপত্র বসানো বাকি আছে। এগুলো আনা হয়েছে, শুধু বসানো বাকি। এর আগে ধোয়ামোছার কাজ শেষ করতে হবে।’
আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেলটির উদ্বোধন করবেন। এরপর হোটেলটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল)-কে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে।
বিএসএল সূত্র জানায়, ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে। ওই সময় এটিই ছিল দেশের প্রথম আন্তর্জাতিকমানের পাঁচতারকা হোটেল। চলে ১৯৮৩ সাল পর্যন্ত। এরপর স্টারউড কোম্পানির সঙ্গে চুক্তি হওয়ায় ১৯৮৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা শেরাটন হোটেল নামে বাণিজ্যিক কার্যক্রম চলে।
শেরাটনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নিজস্ব ব্যবস্থাপনায় ‘রূপসী বাংলা হোটেল’ নামে এটি পরিচালিত হয়। ২০১৩ সালে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের (আইএইচজি) সঙ্গে বিএসএলের চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তির আওতায় ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সংস্কারের জন্য হোটেলটি বন্ধ রাখা হয়।
হোটেলটির মার্কেটিং ও বিজনেস প্রমোশন ডিরেক্টর সহিদুস সাদেক বলেন, ‘শুধু রূপ ও সাজসজ্জায় নয়, সুযোগ-সুবিধাতেও হোটেলটি হবে অনন্য। আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন। এরপর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত হবে।’
আগে হোটেলটির বলরুম ছিল একদিকে, উইন্টার গার্ডেন নামে সবচেয়ে বড় হলরুমের অবস্থান ছিল আরেকদিকে। এখন দুটি এক করে দেয়া হয়েছে। হোটেলটির মূল ফটকও সরিয়ে দেয়া হয়েছে। ভেতরের সুইমিং পুলটিও স্থানান্তর করে সাজানো হয়েছে নতুন করে।
বিশ্বের প্রায় ১০০টি দেশে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপ (আইএইচজি) হোটেল ব্যবসা পরিচালনা করছে। এ গ্রুপের টপ ব্র্যান্ড হোটেল ইন্টারকন্টিনেন্টাল। বর্তমানে ৬০টি দেশে এই ব্র্যান্ডের ১৮০টি হোটেল পরিচালিত হচ্ছে।
আইএইচজির অন্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে- ক্রাউন প্লাজা, হলিডে ইন, হলিডে ইন এক্সপ্রেস, ক্যান্ডেলউড সুইট, হোটেল ইনডিগো, কিম্পটন হোটেল প্রভৃতি। সব মিলিয়ে এই গ্রুপের ছয় হাজার হোটেল রয়েছে সারাবিশ্বে। সূত্র: জাগো নিউজ