
আমার দেশ • প্রথম পাতা • মিনি কলাম • লিড ৫
‘দেড় লাখ ইভিএম কেনার চেয়ে বড় বিষয় হচ্ছে এটা রাজনৈতিকভাবে সম্পর্শকাতর’

আশিক রহমান: দেড় লাখ ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) কেনার চেয়ে বড় বিষয় হচ্ছে এটা রাজনৈতিকভাবে সম্পর্শকাতরা বলে মন্তব্য করেছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইভিএম-এ রাজনৈতিক দলগুলো স্পর্শকাতর। দলগুলোর মনোভাব বিবেচনায় নিয়ে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তটি হওয়া উচিত ছিল না? তাহলে বর্তমান কমিশন আর পূর্বের কমিশনের মধ্যে মৌলিক কোনো তফাৎ থাকল কী? তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দেড় লাখ ইভিএম কিনবে এ সিদ্ধান্ত নেওয়ার আগে টেন্ডার প্রক্রিয়ায় কতদিন লাগবে তা নিয়ে ভাববে না? কোনো জায়গায় যখন আমরা কাজ করলে প্রক্রিয়া মেনেই করি। সবসময় অনেক আগে সিদ্ধান্ত নিই আমরা। কারণ আমরা জানি, যেকোনো বড় কাজ বাস্তবায়নে সময় লাগে। সবকিছু না ভেবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিলে বলা আর কিছু থাকে? নির্বাচন কমিশনকে কি বলা যেতে পারে?
এক প্রশ্নের জবাবে আফসান চৌধুরী বলেন, ইভিএম নিয়ে নির্বাচন কমিশনে যে ঝগড়া হলো তাতে বোঝা যায়, কমিশন যে প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত কাজ করে, সবাই মিলে আলাপ-আলোচনা করে সবকিছু ঠিক করে তা এখন কমিশনে অনুপস্থিত। যদি একজন কমিশনার বলেন, আমি চুপ করে বসে থাকতে পারি না, বুঝতে হবে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব থাকা ভালো,কিন্তু তা যখন পাবলিক পরিসরে চলে আসে তখন চিন্তার বিষয় হয়। যদি মন্ত্রী তোফায়েল আহমেদ বলে থাকেন মাহবুব তালুকদার বিএনপির লোক, তাহলে অন্য কমিশনাররা কি আওয়ামী লীগের?
