• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • অন্যান্য সংবাদ
    • অফবিট
    • নগর সংস্করণ
    • মিনি কলাম
    • খ্রিস্টীয় দর্পণ
    • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব • নগর সংস্করণ • প্রথম পাতা

মূলধন সঙ্কটে ৫০০ কোটি রুপি ঋণ নেবে এয়ার ইন্ডিয়া

প্রকাশের সময় : September 10, 2018, 12:00 am

আপডেট সময় : September 9, 2018 at 9:29 pm

নুর মাজিদ: ২০২১ সাল নাগাদ লোকসানি প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়ার পেছনে ২ লাখ ৭১ হাজার ৯৫ কোটি রুপির ব্যয় হবে ভারত সরকারের। চলতি দশকেই এয়ার ইন্ডিয়াকে ৩০,২৩১ কোটি রুপি অর্থ বরাদ্দ দিয়েছে দেশটির সরকার। ২০২১ সালে এই বরাদ্দের মেয়াদ শেষ হবে। এখন পর্যন্ত বরাদ্দকৃত অর্থ থেকে ২৭ হাজার ১৯৫ কোটি রুপি খরচ করে ফেলেছে এয়ার ইন্ডিয়া কতৃপক্ষ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এয়ার ইন্ডিয়ার ব্যয় সরকারি বরাদ্দের চাইতেও বেশি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য বিদেশি এয়ার লাইন্সের উন্নত সেবা এয়ার ইন্ডিয়ার ব্যয় বাড়াতে সহায়ক ভুমিকা পালন করেছে। এমন পরিস্থিতিতে চলতি বছরের মূলধন সঙ্কটে থাকা এয়ার ই-িয়া ৫০০ কোটি রুপির জরুরী ঋণ নেয়ার কথা ভাবছে। বেসরকারি খাত থেকেই এই ঋণ নেয়া হবে। এই লক্ষ্যে আগ্রহী ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে দরপত্র জমা দেয়ার আহব্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এয়ার ইন্ডিয়ার দরপত্রের শর্তসমূহ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এ প্রসঙ্গে টাইমস নাউ জানায়, স্বল্প মেয়াদে নেয়া (১ বছর মেয়াদি) এই ঋণ অন্তত দুই কিস্তিতে পরিশোধ করতে দেয়ার সুযোগ দেয়া হোক এমনটাই চায় দেশটির রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থাটি। এর আগে জুন মাসেও স্বল্পমেয়াদে ১ হাজার কোটি রুপি ঋণ নিয়ে কর্মচারীদের বেতন দিয়েছিলো লোকসানি প্রতিষ্ঠানটি। টাইমস নাউ

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

news@amaderOrthoneeti.com

ENA SHAKUR'S EMARAT 19/3 Bir Uttam Qazi Nuruzzaman Sarak. West Panthapath (Beside Square Hospital)Dhaka.