
আমার দেশ • প্রথম পাতা • লিড ৫
‘ডিএসইর পরিচালকদের কর মওকুফের দাবি আইনের আলোকে পরীক্ষা করে দেখতে হবে’

আশিক রহমান : এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, চীনা প্রতিষ্ঠানের কাছে ডিএসইর শেয়ার বিক্রি করে পরিচালকেরা প্রায় ৯শ ৫০ কোটি টাকার মতো পেয়েছেন। যে টাকাটা পেয়েছেন তারা তা থেকে ১৫ শতাংশ গেইন ট্যাক্স তাদের দিতে হবে সরকারকে। এটা নিয়ম। কিন্তু তারা বলছেন, আমাদের ট্যাক্স মওকুফ করে দিন। ট্যাক্স মাফ করলে আরও বেশি করে বিনিয়োগ করতে পারব। আমার মতে, তাদের এ কথাগুলো সঠিক নয়। সিস্টেমটা এমন নয়। কারণ নিজেদের ব্যক্তিগত শেয়ার বিক্রি বাবদ তাদের এ আয়টা হচ্ছে। এটা ব্যক্তিগত টাকা। পরবর্তীতে তারা এই টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করবেন, নাকি অন্য কোথাও করবেন এটা তাদের ব্যাপার। ভবিষ্যতে শেয়ারবাজারে বিনিয়োগ করবেন এমন প্রতিশ্রুতিতে সরকারের কাছে ১৫ শতাংশ কর মওকুফ করার দাবি আইনের আলোকে পরীক্ষা করে দেখতে হবে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৫ শতাংশ গেইন ট্যাক্স সরকার পাবে। নিয়ম অনুযায়ী ট্র্যাক্স তাদের দিতে হবে বা দেওয়া উচিত। ডিএসইর পরিচালকেরা আয়ের উপর ডিভিডেন্ড নেন। সরকারের কর শোধ না করে কেউ ডিভিন্ডেড পেতে পারেন না। সরকারের কর পরিশোধের পর যে প্রফিট হয় তার উপর ডিভিন্ডেড নেওয়া যায়। তারা ডিভিন্ডেড নিতে চাইবেন, কিন্তু ১৫ শতাংশ কর পরিশোধ করতে চাইবেন না, এটা কেমন কথা।
