মাসুদ মিয়া : কৌশলগত বিনিয়োগকারী হিসাবে চীনের দুই শেয়ারবাজার শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম থেকে ৯৬২ কোটি টাকার উপর কর সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে এই সুবিধা নেওয়ার জন্য ওই অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত দিয়েছেন তিনি।
যা মানতে আগে থেকেই প্রস্তাত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডাররা। যাতে শেয়ারবাজারে নতুন বিনিয়োগ ঢুকতে যাচ্ছে। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
গত ১২ সেপ্টেম্বর অর্থমন্ত্রী চীনা কনসোর্টিয়াম থেকে প্রাপ্ত অর্থে কর সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ডিএসই ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন থেকে চীনা কনসোর্টিয়ামের কাছ থেকে প্রাপ্ত অর্থের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন টেক্স মওকুফের জন্য আবেদন করা হয়। শেয়ারবাজারের সার্বিক দিক বিবেচনা করে তাদেরকে কর সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে ওই অর্থ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ৩ বছরের জন্য বিনিয়োগের শর্ত দেন তিনি। তাহলে ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ গেইন টেক্স চার্জ করা হবে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ি, চীনা কনসোর্টিয়ামের থেকে প্রাপ্ত ৯৪৭ কোটি টাকার উপর ৫ শতাংশ হারে ৪৭ কোটি টাকার ক্যাপিটাল গেইন টেক্স দিতে হবে। আর বাকি ৯০০ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে।
ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, কৌশলগত বিনিয়োগকারীর কাছে প্রাপ্য টাকার উপর ক্যাপিটাল গেইন টেক্স আরোপ না করার জন্য ডিএসই ও ডিবিএ’র নেতৃবৃন্দ আবেদন করেছে। এছাড়া ওই অর্থ শহজ শর্তে শেয়ারবাজারে বিনিয়োগের কথা জানিয়েছিলাম। অর্থমন্ত্রী আমাদের সেই দাবি মেনে নিয়েছেন। এজন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ।