মো.এনামুল হক এনা: পোশাক শ্রমিকদের বেতন ন্যূনতম ৮ হাজার টাকা করে পোশাক শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে সরকার। একটি শ্রেণি কুক্ষিগত করে রেখেছে সরকারকে। তারা জঘন্য খারাপ কাজ এবং প্রতারণা করেছে পোশাক শ্রমিকদের সাথে। আমাদের অর্থনীতির সাথে আলাপকালে গণস্বাস্থ্যর চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণা দেওয়া ভুল কাজ। বেসরকারি পোষাক শ্রমিকদের বেতন অবশ্যই আরো বেশি হওয়া উচিত। অতীতের দাবি ১৬ হাজার বাস্তবায়ন হোক। সর্বনি¤œ ১৬ হাজার টাকার যে দাবি করে আসছে বিভিন্ন শ্রমিক ফেডারেশন আমি তাদের সাথে একমত। সর্বনি¤œ বেতন ১৬ হাজার টাকার দাবিকে সমর্থন করছি। এটাই যৌক্তিক প্রাপ্য পোশাক শ্রমিকদের বলে মনে করি।
তিনি আরো বলেন, বেতন যদি ১৬ হাজারের কিছু কমও দেয় তাহলে গার্মেন্টস মালিকদের প্রত্যেক পোশাক শ্রমিকদের ফ্রি স্বাস্থ্য সেবা দিতে হবে। এবং প্রত্যেক পোশাক শ্রমিকদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দিতে হবে।
তিনি বলেন, পোশাক শ্রমিকরা যদি পুষ্টিহীনতায় ভুগে তাহলে তারা কাজ করবে কিভাবে? পুষ্টিহীনতায় ভুগলে কখনও উৎপাদন বাড়বে না। সুতরাং তাদের পুষ্টির ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।