আশিক রহমান : খেলাপি ঋণ সমস্যা সমাধানে একটি পূর্ণাঙ্গ ‘খেলাপি ঋণ কমিশন’ গঠন করার প্রস্তাব রেখেছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খেলাপি ঋণ কমিশনের প্রধান কাজ হবে স্বেচ্ছায় বা অনিচ্ছায় খেলাপি হয়ে যাওয়ার বিষয়টা দেখা। কেন স্বেচ্ছায় খেলাপি হলো, অনিচ্ছায়ই বা কেন খেলাপি হয়Ñ কারণগুলো কী। সেগুলো জানতে পারলে ভবিষ্যতের জন্য ভালো পলিসি বা নীতিমালা গ্রহণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, অনিচ্ছায় যারা খেলাপি হয় তাদের ব্যাংকিং সলিউশন প্রোভাইড করা উচিত। শিল্প বন্ধ করা যাবে না। কারণ শিল্পকারখানা করা খুব কঠিন। কী করলে শিল্পকে এগিয়ে নেওয়া যায়, কী করলে যিনি শিল্পকারখানা করছেন তার মানসিক দুঃচিন্তা কমানো যায়। শিল্পকারখানাটা চলে, সবকিছু জেনে-বোঝে সিদ্ধান্ত নিতে হবে। আর যারা ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়, প্রমাণ সাপেক্ষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থায় গ্রহণ করতে হবে। কোনোভাবেই ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত খেলাপিদের সমান্তরাল করে দেখা যাবে না।
এক প্রশ্নের জবাবে ড. আবুল বারকাত বলেন, হিউজ বেকারত্বের এই দেশে শিল্পায়ন ছাড়া বাংলাদেশকে ভবিষ্যতে এগেিয় যাওয়া খুব কঠিন হবে। সে কারণে হলেও খেলাপি ঋণ কমিশন গঠন করা দরকার বলে মনে করি আমি।