মরতুজা আহমদ : ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। অবাধ তথ্যপ্রবাহ এবং তথ্যে সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিতকরণের জন্যে দিবসটি পালিত হয়। বিশ্ববাসীর সাথে আমরা ও তা পালন করছি। এবারের প্রতিপাদ্য বিষয় “এড়ড়ফ ষধংি ধহফ চৎধপঃরপবং ভড়ৎ ড়ঢ়বহ ঝড়পরবঃরবং: চড়বিৎরহম ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ রিঃয অপপবংং ঃড় ওহভড়ৎসধঃরড়হ” বাংলায় আমরা বলছি: ‘মুক্ত সমাজের জন্য উত্তম আইন, টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন।’ তথ্য অধিকার আইন ২০০৯ নিঃসন্দেহে একটি উত্তম আইন। এহেন আইন প্রণয়ন এরপর পৃষ্ঠা ২, সারি ৬