
আমার দেশ • প্রথম পাতা • লিড ৫
‘বৈষম্য দূর করতে বিপ্লব জরুরি’

ফাহিম আহমাদ বিজয় : সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সরকার থেকে চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। যেমন, গাড়ি কেনার জন্য ঋণ, বাড়ি তৈরি করার ঋণসহ চাকরিরত অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে তাদের ঋণও মাফ করে দেয়া হবে। এক্ষেত্রে বেসরকারি চাকরিজীবিরা বঞ্চিত হচ্ছে। বেতনের বৈষম্য নিয়ে আলাপকালে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।
তিনি বলেন, এটি একটি চরম বৈষম্য। কয়েকদিন আগে গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম মজুরি ঘোষণা করা হয়েছে। যদিও আমরা এটির বিরোধী ছিলাম। তবে এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি গ্রহণযোগ্য আইন তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে কিছুটা হলেও বৈষম্য কমবে। এটি থেকে বেরিয়ে আসতে হলে একটি বিপ্লব প্রয়োজন। এবং সেই বিপ্লব-সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের জাগরণ পুনরায় সংঘটিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি বাম, প্রগতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ ও বিএনপির দুঃশাসনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের ভিত্তিতে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগকে দিয়ে আসলে হবে না। তারা ক্ষমতালোভী। ক্ষমতার জন্য তারা সবকিছুই করতে পারে। তাই নতুন একটি গণতান্ত্রিক এবং প্রগতিশীল সরকার গঠন করার জন্য ঐক্যবদ্ধ বিপ্লব জরুরি।
