• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

লিড ৫ • শেষ পাতা

৮ হাজার আলোকবর্ষ দূরে এক্সোমুন আবিষ্কার

প্রকাশের সময় : October 5, 2018, 12:00 am

আপডেট সময় : October 4, 2018 at 10:13 pm

মালিহা নেছা : প্রথমবারের মত জ্যোর্তিবিদগণ সৌরজগতের বাইরে একটি উপগ্রহ আবিষ্কার করেছেন। সৌরজগতের বাইরে উপগ্রহকে এক্সোমুন বলে অভিহিত করা হয়। নতুন সন্ধান পাওয়া এক্সোমুনটি নেপচুন গ্রহের সমান। পৃথিবী থেকে ৮ হাজার আলোকবর্ষ দূরে একটি গ্যাসীয় গ্রহের কক্ষপথে এই এক্সোমুনটি পাওয়া গেছে। চাঁদ সৌর জগতের একটি উপগ্রহ। আমাদের সৌরজগতে প্রায় ২’শর মত উপগ্রহ রয়েছে। বিজ্ঞানীরা সৌর জগতের বাইরে বড় বড় গ্রহের চারপাশে এক্সোমুন এর সন্ধান করছেন। কিন্তু এক্সোমুন আকৃতিতে ছোট বলে তা খোঁজা বেশ কঠিন।

কলম্বিয়া ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ডেভিড কিপিং জানান, বিশ্বে সৌর জগৎতের বাহিরে ‘চাঁদ’ খোঁজার কাজটি এই প্রথম এবং তারা এই কাজে অনেক সময় ব্যয় করেছেন।

কিন্তু বিজ্ঞানীরা এই নতুন আবিষ্কারের কিছু বিশেষত্বের কারণে এক্সোমুন উদ্ভাবন নিয়ে দ্বিধান্বিত। তাদের মতে এক্সোমুন আরও পর্যাবেক্ষণ করা প্রয়োজন।

কিপিং আরো জানান, এক্সোমুন নিজে নিজে প্রমাণ করা যায় না বরং এর কিছু অজানা বৈশিষ্ট রয়েছে। যাহোক, কেপলার-১৬২৫বি নামের বিশাল এক্সোপ্ল্যানেটটি তুলনামূলকভাবে আমাদের সৌর জগতের বিশাল গ্যাসীয় গ্রহ নেপচুন থেকে বড় বলে জানিয়েছেন গবেষকরা। সিএনএন, সম্পাদসা : শরিফ উদ্দিন আহমেদ

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)