
আমার দেশ • প্রথম পাতা • লিড ৫
কোটার দাবিতে শাহবাগে অবস্থান আজ দুপুর ১২টা পর্যন্ত স্থগিত

ফাহিম ফয়সাল : সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবস্থান কর্মসূচি ১২ ঘণ্টার জন্য স্থগিত করেছেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের জন্য মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কথা চিন্তা করে তারা কর্মসূচি সাময়িক স্থগিত করেছেন। গতকাল রাত ১২টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে।
শুক্রবার বিকালে শাহবাগ মোড়ে জড়ো হয় কয়েকশ আন্দোলনকারী। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে শাহবাগ চত্বর। সেখানে জড়ো হতে থাকে মুক্তিযোদ্ধার সন্তানেরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকাল তিনটার পর থেকে তারা এ অবরোধ শুরু করে।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা তুলে দেয়ার সিদ্ধান্তের পর মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বুধবার বিকালে শাহবাগ মোড়ে অবস্থান নেয় মুক্তিযোদ্ধার সন্তানরা। টানা অবস্থান চালিয়ে গিয়ে বৃহস্পতিবার তারা কর্মসূচি শিথিলের ঘোষণা দেয় নয় ঘণ্টার জন্য। গতকল শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য ভোর ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত শাহবাগ মোড় খোলা রাখার কথা জানায় আন্দোলনকারীরা।
আর এই সময় শেষ হওয়ার পর তিনটার দিকেই আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা।
অপরদিকে নিজেদের জন্য ১০ শতাংশ কোটার দাবিতে মানববন্ধন করেছেন প্রতিবন্ধীরা। গতকাল জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে একদল প্রতিবন্ধী চাকরিপ্রার্থী এ দাবি জানায়। দাবিনামা লেখা বিভিন্ন পোস্টার নিয়ে ২৫-৩০ জন সকাল সাড়ে ৯টা থেকে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
