সাব্বির আহমেদ : বিশ দলীয় জোটের ভাঙ্গন নিয়ে খোলামেলা কোনও কথা বলতে চাননি জোটের নেতৃত্বে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিষয়টি তার জানা নেই। পরে এ বিষয়ে কথা বলবেন।
মঙ্গলবার বিকেলে আ স ম আবদুর রবের উত্তরার বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে একথা বলেন তিনি।
বিশ দলীয় জোট থেকে গতকাল বের হয়ে যায় আওয়ামী পার্টি-বাংলাদেশ (ন্যাপ) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া দাতব্য মামলার প্রসঙ্গে ফখরুল বলেন, তড়িঘড়ি করে এই রায়ের দিন ধার্য করা বেআইনি। আমি এর প্রতিবাদ জানাই। আইনি প্রক্রিয়া এতে মানা হয়নি। সম্পাদনা : রেজাউল আহসান