• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ • লিড ৫ • শেষ পাতা

ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি ম্যাগাজিনে বাংলাদেশের ৫ হোটেল

প্রকাশের সময় : December 17, 2018, 1:39 am

আপডেট সময় : December 17, 2018 at 1:39 am

আনিস রহমান : প্রতি বছর বিভিন্ন দেশের সেরা হোটেল ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে থাকে যুক্তরাজ্যের ভ্রমণবিষয়ক ম্যাগাজিন ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি। ২০১৮ সালে এশিয়া মহাদেশ বিভাগে তাদের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের পাঁচটি হোটেল। এর মধ্যে ঢাকার তিনটি ও সিলেটের দুটি হোটেল রয়েছে। বাংলাট্রিবিউন।
সেরা বুটিক হোটেল পুরস্কার জিতেছে ঢাকার নিকুঞ্জ-২ নম্বরে অবস্থিত হোটেল গ্রেস ২১। অ্যাফোর্ডেবল হোটেল সম্মান বয়ে এনেছে রাজধানীর উত্তরার হলিডে এক্সপ্রেস। এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে এর অবস্থান। এ দুটি হোটেল নিয়ে ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি ম্যাগাজিনে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে আরও তিনটি হোটেল ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড পেয়েছে। এর মধ্যে বেস্ট বিজনেস হোটেল হয়েছে মতিঝিলের কাছে অবস্থিত স্কাই সিটি হোটেল ঢাকা। এক্সিলেন্স ইন সার্ভিস ক্যাটাগরিতে সেরা সিলেটের হোটেল নূরজাহান গ্র্যান্ড। স্টাইলিশ হোটেল স্বীকৃতি পেয়েছে সিলেটের হোটেল সুপিম। সাশ্রয়ী মূল্যে পাঁচ তারকা হোটেলের সুবিধা পাওয়া যাবে এখানে। ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি ম্যাগাজিনের পুরস্কার বিষয়ক সংখ্যায় বাংলাদেশকে পর্যটন গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য উৎসাহমূলক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। রয়েল বেঙ্গল টাইগারের অভয়ারণ্য সুন্দরবন, নদী ভ্রমণ ও পুরান ঢাকার কোলহলকে প্রাধান্য দিয়েছে তারা।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)