• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ • প্রথম পাতা • লিড ৫

শুধু পুলিশ নয়, সমস্ত প্রশাসনই এখন ইসির নিয়ন্ত্রণে : আইজিপি

প্রকাশের সময় : December 21, 2018, 12:10 am

আপডেট সময় : December 20, 2018 at 9:38 pm

সাইদ রিপন : পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি বিগত যেকোনো সময়ের চেয়ে সর্বোত্তম ও চমৎকার। গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাত শেষে আইজি বলেন, এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ আছে, তা বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।
গতকাল আইজিপি, ডিএমপি কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই বলে বিএনপি ও ঐক্যফ্রন্টের যে অভিযোগ, তা অবাস্তব। শুধু পুলিশ নয়, সমস্ত প্রশাসনই এখন কমিশনের নিয়ন্ত্রণে।
এদিকে, নির্বাচনে সহিংসতা রোধে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সব বৈধ অস্ত্র জমা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।
নির্বাচনকে কেন্দ্র করে ইসির গঠিত মনিটরিং সেল প্রতিদিন সাংবাদিকদের ব্রিফ করার সিদ্ধান্ত নিযেছে। প্রতিদিন বিকেল ৫টায় ইসির মিডিয়া সেন্টারে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ের এক ঘণ্টা আগে বৈঠক করবে ইসির মিডিয়া সেল। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদকে সভাপতি ও যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামানকে করে এই মিডিয়া সেল গঠন করেছে ইসি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব ও ইকবাল খান

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)