আসিফুজ্জামান পৃথিল : বিশেষ গবেষণাগারে পরীক্ষার পর জানা গেছে, বাজারে প্রাপ্ত এক-তৃতীয়াংশ ভিনটেজ হুইস্কিই আসলে নকল। বিবিসি স্কটল্যান্ড বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি
৫৫ বোতল বিরল স্কচের উপর গবেষণা চালিয়ে জানা গেছে এর এক তৃতীয়াংশই এক বছরের কম পুরাতন। এই গবেষণাটি পরিচালিত হয়েছে স্কটল্যান্ডের ইস্ট কিলব্রিট বিশ^বিদ্যালয়ের ইনভায়রোনমেন্টাল রিসার্স সেন্টারের (এসইউইআরসি) গবেষণাগারে। ফলাফল জানতে স্কচগুলোর উপর অ্যাডভান্সড রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। প্রতিবোতল স্কচে রেডিও কার্বনের বয়স নির্ধারণ করেই এই হুইস্কর বয়স নির্ধারণ করা হয়। নিলাম, ব্যক্তি সংগ্রহ এবং খুচরা দোকান থেকে দৈবচয়নের ভিত্তিতে বোতলগুলো সংগ্রহ করা হয়। গত বছর এই গবেষণাগারটি একটি সুইস হোটেলে বিক্রি হওয়া ৭ হাজার পাউন্ডের হুইস্কিকে নকল প্রমাণ করেছিলো।
এবছর নকল প্রমাণ হওয়া হুইস্কির মধ্যে রয়েছে একটি ১৮৮৫ সালের আর্ডবেগ, যা সংগ্রহ করা হয়েছে একটি ব্যক্তি সংগ্রাহকের কাছ থেকে। নিলাম থেকে কেনা একটি বিংশ শতকের থর্ন হেরিটেজ। জানা গিয়েছে ১৯০০ সালের আগের ১০টি বোতল নকল প্রমাণিত হয়েছে। মোট ২১টি বোতল নকল প্রমাণ হয়েছে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩৫ হাজার পাউন্ড। গবেষণাগারটির দাবি, বাজারে বর্তমানে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলারের নকল হুইস্কি রয়েছে। সম্পাদনা : নুসরাত শরমীন