• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা • লিড ৩

গত দশ বছরে দেশে যথেষ্ট উন্নয়ন হলেও সুষম বণ্টন হয়নি : আলী ইমাম মজুমদার

প্রকাশের সময় : December 23, 2018, 12:05 am

আপডেট সময় : December 22, 2018 at 8:42 pm

তানজিনা তানিন : সাবে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, গত ১০ বছরে দেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে উন্নয়নের ক্ষেত্রে সব সম্পদের সুষমবণ্টন হচ্ছে না। আয়বৈষম্য ক্রমান্বয়ে বাড়ছে। আয়বৈষম্য ক্রমান্বয়ে বাড়ার ফলে দুর্নীতির ডালপালাও বেড়েছে। দুর্নীতি দমন কমিশন করা হয়েছে। তাদের ক্ষমতায়ন করা হয়েছে, তাতেও দুর্নীতি দমন করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, এখানে উন্নয়নমূলক কাজের পাশাপাশি দুর্নীতি বেড়েই চলছে। বিশেষ করে ব্যাংকগুলোয় ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। ব্যাংক ঋণের নামে টাকাগুলো চলে যাচ্ছে। পরে সে টাকা পরিশোধ করছে না। ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় এক লাখ কোটি টাকা তাদের কাছে চলে গেছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। এগুলো আমাদের জন্য স্বস্তির খবর নয়।
আলী ইমাম মজুমদার বলেন, আমাদের মনে হয়, একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত থাকলে এবং কার্যকরী সংসদ যদি থাকে তাহলে নিয়মিত আলোচনা হবে। সংশোধনী আলোচনা হবে এবং এই দুর্নীতিগুলো কমে আসবে বলে মনে হয়। সরকার যে উন্নয়নমূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগকে টেকসই করতে হলে এবং স্থায়ী করতে হলে গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)