মুসফিরাহ হাবীব : বলিউড তারকা শ্রীদেবী মারা যাওয়ার পর কেটে গেছে দশ মাস। তবু মনে হয় যেনো এইতো সেদিনেরই ঘটনা। ২৪ ফেব্রুয়ারিতে দুবাইয়ে এক আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিলো শ্রীদেবীর। কিন্তু আজও যেকোনো সিনেমায় তার শেষ অভিনয় কিংবা শেষ তোলা কোনো ছবির দৃশ্য ভক্তদের আপ্লুুত করে। সম্প্রতি ভাইরাল হওয়া এমনই একটি ছবিদৃশ্য প্রমাণ করেছে শ্রীদেবী এখনো কতটা জনপ্রিয়। নায়িকার পর্দার আড়ালের (বিহাইন্ড দ্য সিনস) শেষ সেই ছবিদৃশ্য কারিশমা কাপুর ইন্সটাগ্রামে শেয়ার করার পরই তা ভাইরাল হয়েছে। শ্রীদেবীর শেষ ছবি ছিল ‘জিরো’। সিনেমাটিতে অতিথি চরিত্রে ছিলেন একঝাঁক তারকা। আর তার মধ্যেই ছিলেন শ্রীদেবীও। তাকে দেখেই হলে সবচেয়ে বেশি খুশি হয়েছে দর্শক। ‘শ্রীদেবীর এই ঝলক অসাধারণ’ ছিল বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
এই ‘জিরো’ সিনেমার সেটে তোলা শ্রীদেবীর ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিশমা। কেউ ছবিটি দেখে প্রশংসা করছেন, তো কেউ বা তলিয়ে যাচ্ছেন স্মৃতির অতলে। আবেগপ্রবণ হয়ে পড়ছেন শ্রীদেবী-ভক্তরা। তার কথা মনে করে আজও চোখের কোনায় পানি জমছে সিনেমাপ্রেমীদের।
শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই বড় মেয়ে জাহ্নবির মধ্যে তাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছেন অনেকে। যদিও শ্রীদেবী সারাজীবনই ভক্তদের মধ্যে বেঁচে থাকবেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। কমেডি থেকে রোম্যান্টিক, থ্রিলার, অ্যাকশন সব ধরনের চলচ্চিত্রই উপহার দিয়ে গিয়েছেন তিনি।