শাহানুজ্জামান টিটু : খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অনেকটাই লোকচক্ষুর অন্তরালে। ২০দিন আগে তার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব বলেন, ‘তিনি অসুস্থ, তারপরও তার মনোবল দৃঢ় রয়েছে। তিনি এতটুকু ভেঙ্গে পড়েনি। উনি আমাকে বলেছেন, দেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য আমাদেরকে নির্বাচনে থাকতে হবে। মানুষের কাছে যেতে হবে। তিনি বলেছেন, আমাকে নিয়ে এখন তোমরা ভেবো না। দেশের মানুষকে বাঁচাও। দেশকে রক্ষা করো।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘গত ১৫ দিনেও ম্যাডামের সঙ্গে তার আত্মীয়স্বজন কাউকে দেখা করার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১১ ডিসেম্বর তার সঙ্গে দেখা করার সুযোগ পান তার আত্মীয় স্বজনরা। প্রতিটি কারাবন্দীর সাথে সাত দিন পর পর নিকটজনদের সাক্ষাতের বিধান আছে। সেই নিয়ম না মেনে সরকার বেগম জিয়াকে সাক্ষাতের অনুমতি দিয়েছে পনের দিন পর পর। এটিও বেগম জিয়াকে মানসিকভাবে নির্যাতনের একটি পন্থা।’
রিজভী আরো বলেন, বেগম খালেদা জিয়ার ওপর জুলুমের নানা ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। এই তীব্র শীতে একটি জরাজীর্ণ কক্ষে তাকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। আমরা মনে করি-পনের দিন পরেও বেগম জিয়ার নিকটজনদের তার সাথে দেখা করতে না দেয়া সরকারের আরও একটি দূরভিসন্ধি ও চক্রান্ত।’ সম্পাদনা : সালেহ্ বিপ্লব, ইকবাল খান