ইসমাঈল ইমু : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটর, মগবাজার, হাতিরঝিলসহ বেশকিছু এলাকায় সেনা টহল ও চেকপোস্ট দেখা গেছে।
আন্তঃজনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ৩৮৯টি উপজেলায় গত বৃহস্পতিবার সেনাবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১৫২৩টি টহল পরিচালনা করেছে। এছাড়া গত ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোট ৩৯৯৮টি টহল কার্যক্রম পরিচালনা করেছে। টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য নির্বাচন কমিশনের নির্দেশে র্যাব, পুলিশ, আনসার মোতায়েনের পাশাপাশি বিজিবি নামানো হয়েছে। এরপরও অধিক নিরাপত্তার স্বার্থে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে সামরিক বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সম্পাদনা : রেজাউল আহসান